ডিজিটাল প্রযুক্তি - নবম শ্রেণি নতুন শিক্ষাক্রম নতুন বই

নবম শ্রেণির পড়াশোনা

শিখন অভিজ্ঞতা ১

আজ জেনে নাও কপিরাইট রেজিস্ট্রেশন সম্পর্কে।

সাহিত্য, শিল্পকর্ম, সংগীত, চলচ্চিত্র, ভাস্কর্য, কম্পিউটার প্রোগ্রাম, নকশা, স্থাপত্য, আলোকচিত্র অর্থাৎ মৌলিকভাবে তৈরি করা সবকিছুই কপিরাইটের অন্তর্ভুক্ত হতে পারে। মৌলিক সৃষ্টিশীল কাজের ন্যায্য ব্যবহার বা ফেয়ার ইউজ কপিরাইট রেজিস্ট্রেশন থাকলেও কিছু কিছু ক্ষেত্রে সৃষ্টিশীল কাজগুলো অন্যদের ব্যবহার, প্রকাশ, উপস্থাপন করা সম্ভব হয়। বিশদভাবে ক্ষেত্রগুলো হলো—

সংবাদ বা তথ্যচিত্র আলোচনা বা রিভিউ কৌতুক বা প্যারোডি শিক্ষাবিষয়ক কনটেন্ট

তবে এ ক্ষেত্রেও লক্ষ রাখতে হয় নতুন করে তৈরি করা কাজটি যেন মূল কাজের ছোট অংশ হয়। অর্থাৎ নতুন কাজটিই যেন পূর্ণাঙ্গ ধারণা দিতে সমর্থ হয়।

কিছু ছবি, গান, ভিডিও ইত্যাদি মৌলিক সৃষ্টিশীল কাজ হলেও সেগুলো সবার ব্যবহারের জন্য উপযোগী। ‘ক্রিয়েটিভ কমনস’ একটি অলাভজনক প্রাতিষ্ঠানিক উদ্যোগ, যা এ সৃষ্টিশীল কাজগুলোকে বৈধ উপায়ে সবার ব্যবহারের উপযোগী করে দেয়।

আরও পড়ুন

আমরা আজ শ্রেণিকক্ষেই বৈধ উপায়ে আমাদের নিবন্ধ বা আর্টিকেলের জন্য কোনো ছবির প্রয়োজন হলে তা শিক্ষকের সহায়তায় সবাই মিলে ডাউনলোড করে নেব। গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে আমরা কাজটি করতে পারি।

চিত্র ১.৭.১: ক্রিয়েটিভ কমনস লাইসেন্স আছে এমন ছবি চলে আসবে গুগল সার্চে

১। গুগল হোম পেজে গিয়ে আমাদের প্রয়োজনীয় ছবির জন্য Key Word দিয়ে সার্চ দেব। যেমন প্রকাশ কুমার দাস বই।

২। এরপর ‘ছবি’ বা ‘Image’ অপশনে ক্লিক করব। আমাদের দেওয়া Key Word–এর জন্য গুগলে থাকা সব ছবি চলে আসবে। এগুলোর সব কটি কিন্তু বৈধভাবে ব্যবহারের উপযোগী নয়।

৩। পেজের সর্ব ডানে টুলস (Toos)-এ ক্লিক করলে ম্যাপ, রং, ধরন, সময়, ব্যবহারের অধিকার নামে কয়েকটি ট্যাব আসবে।

৪। ‘ব্যবহারের অধিকার’ Creative Commons licenses ট্যাবে ক্লিক করলে সবকিছু ‘ক্রিয়েটিভ কমনস লাইসেন্সেস’ ও ‘ব্যবসায়িক ও অন্যান্য লাইসেন্সেস’ নামে তিনটি অপশন আসবে। এখান থেকে ‘ক্রিয়েটিভ কমনস লাইসেন্সেস’ (Creative Commons licenses) অপশনে ক্লিক করলে যে ছবিগুলো আসবে, সেগুলো বৈধভাবে ব্যবহারোপযোগী।

৫। এবার আমরা আমাদের প্রয়োজনীয় ছবি ডাউনলোড করে নেব ও ব্যবহার করব। ছবির সঙ্গে ওয়েবসাইটের নাম থাকে, ছবি ব্যবহার করার সময় ‘সোর্স’ হিসেবে ফটোগ্রাফার বা ওয়েবসাইটের নাম উল্লেখ করতে হবে।

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন