এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র |বহুনির্বাচনি প্রশ্ন

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

২১. ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কী বোঝায়?

ক. ব্যাংক জমার উদ্বৃত্ত

খ. নগদান বিবরণী

গ. আয় বিবরণী

ঘ. ব্যয় বিবরণী

২২. নগদান বইতে লেনদেন লিপিবদ্ধ করে—

ক. ব্যাংক

খ. আমানতকারী

গ. ব্যাংক ম্যানেজার

ঘ. পাওনাদার

২৩. নগদান বই ও ব্যাংক বিবরণীতে মোট জের থাকে—

ক. দুটি খ. চারটি

গ. ছয়টি ঘ. আটটি

২৪. ব্যাংক সমন্বয় বিবরণীর মূল উদ্দেশ্য কী?

ক. নগদান বইয়ের উদ্বৃত্ত নির্ণয় করা

খ. ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত নির্ণয় করা

গ. নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে মিলকরণ করা

ঘ. নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে পার্থক্য নির্ণয় করা

২৫. নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত ও পাস বইয়ের উদ্বৃত্তের গরমিলের কারণ কোনটি?

ক. ব্যাংক জমাকৃত চেক বা যথাসময়ে আদায় হয়েছে

খ. ব্যাংক কর্তৃক পরিশোধিত প্রদেয় বিল যথাযথভাবে উভয় বইয়ে লিপিবদ্ধ হয়েছে

গ. ব্যাংক কর্তৃক আদায়কৃত লভ্যাংশ যথাযথভাবে উভয় বইতে লিপিবদ্ধ হয়েছে

ঘ. ইস্যুকৃত চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি

২৬. নিচের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে বিবেচিত হয় না?

ক. ইস্যুকৃত চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি

খ. ব্যাংকে জমাকৃত চেক, যা এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি

গ. ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, যা নগদান বইতে লেখা হয়নি

ঘ. ব্যাংক কর্তৃক আদায়কৃত বিনিয়োগের সুদ, যা নগদান বই ও ব্যাংক বিবরণীতে যথাযথভাবে লিপিবদ্ধ হয়েছে

২৭. উভয় জের সংশোধনী পদ্ধতির ব্যাংক সমন্বয় বিবরণীতে বকেয়া চেকগুলো কী করা যায়?

ক. ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে যোগ করা যায়

খ. নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে যোগ করা যায়

গ. ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত থেকে বিয়োগ করা যায়

ঘ. নগদান বইয়ের উদ্বৃত্ত থেকে বিয়োগ করা যায়

২৮. ব্যাংকের ভুল, যা দ্বারা ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত হ্রাস পেয়েছে, ওই ভুল উভয় ব্যালেন্স সংশোধনী পদ্ধতির ব্যাংক সমন্বয় বিবরণীতে কী করা যায়?

ক. ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে যোগ করা হয়

খ. নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে যোগ করা হয়

গ. ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত থেকে বিয়োগ করা হয়

ঘ. নগদান বইয়ের উদ্বৃত্ত থেকে বিয়োগ করা হয়

২৯. উভয় ব্যালেন্স সংশোধনী পদ্ধতির ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতে ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত হতে নিচের কোনটি বিয়োগ করা হয়?

ক. বকেয়া চেকসমূহ

খ. টাকা নেই বলে ফেরত চেকসমূহ

গ. ট্রানজিট জমা

ঘ. ব্যাংক সার্ভিস চার্জ

৩০. ব্যাংক কর্তৃক মঞ্জুরীকৃত সুদ ২,০০০ টাকা। ওই লেনদেন লিপিবদ্ধকরণে আমানতকারীর বইতে কোন হিসাব ডেবিট হবে?

ক. নগদান হিসাব

খ. ব্যাংক হিসাব

গ. ব্যাংক সুদ হিসাব

ঘ. ব্যাংক চার্জ হিসাব

৩১. ব্যাংকের ভুল, যা দ্বারা ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত হ্রাস পেয়েছে, ওই ভুল উভয় ব্যালান্স সংশোধনী পদ্ধতির ব্যাংক সমন্বয় বিবরণীতে কী করা হয়?

ক. ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের সাথে যোগ করা হয়

খ. নগদান বইয়ের উদ্বৃত্তের সাথে যোগ করা হয়

গ. ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত থেকে বিয়োগ করা হয়

ঘ. নগদান বইয়ের উদ্বৃত্ত থেকে বিয়োগ করা হয়

৩২. ব্যাংক কর্তৃক আমানতকারীর হিসাবের যে অনুলিপি প্রেরণ করা হয়, তার নাম কী?

ক. ব্যাংক বিবরণী

খ. চেক বই

গ. ডিপোজিট স্লিপ

ঘ. ব্যাংক সমন্বয় বিবরণী

৩৩. ব্যাংক চার্জ ২৫০ টাকা নগদান বইতে ভুলক্রমে ৫২০ টাকা ক্রেডিট করা হয়েছে। ফলে নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গরমিলের পরিমাণ কত টাকা হবে?

ক. ২৫০ টাকা খ. ২৭০ টাকা

গ. ৫২০ টাকা ঘ. ৭৭০ টাকা

৩৪. ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করেন?

ক. আমানতকারী খ. নিরীক্ষক

গ. ব্যাংক ঘ. পাওনাদার

৩৫. নিচের কোনটি ব্যাংক বিবরণী ও নগদান বইয়ের উদ্বৃত্তের গরমিলের কারণ?

ক. দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ৮,০০০ টাকা

খ. ব্যাংকে জমা ৭,০০০ টাকা

গ. পাওনাদারকে চেক ইস্যু করা হলো ৯,০০০ টাকা

ঘ. ব্যাংকে বিল বাট্টা করা হলো ৪,০০০ টাকা

৩৬. নগদান বইয়ের ব্যাংক ঘরের ডেবিট উদ্বৃত্ত নিচের কোন উদ্বৃত্তের সমার্থক?

ক. পাস বইয়ের ডেবিট উদ্বৃত্ত

খ. পাস বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত

গ. নগদান হিসাবের ডেবিট উদ্বৃত্ত

ঘ. নগদান হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত

৩৭. নগদান বইয়ের ব্যাংক ঘরের ক্রেডিট উদ্বৃত্ত নিচের কোন উদ্বৃত্তের সাথে সমার্থক?

ক. নগদান হিসাবের ডেবিট উদ্বৃত্ত

খ. নগদান হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত

গ. পাস বইয়ের ডেবিট উদ্বৃত্ত

ঘ. পাস বইয়ের ক্রেডিট উদ্বৃত্ত

৩৮. ৩০ জুন তারিখে জনাব হাফিজ ব্যাংক বিবরণী ৫০,০০০ টাকা উদ্বৃত্ত প্রদর্শন করে, কিন্তু নগদান বইতে ব্যাংক উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩৫,০০০ টাকা। জনাব চৌধুরীর ১৫,০০০ টাকার চেক ব্যাংকে উপস্থাপন করা হয়নি। ব্যাংক জমা হিসাবে কোন উদ্বৃত্তটি জনাব হাফিজের উদ্বৃত্তপত্রে দেখানো হবে?

ক. ২০,০০০ টাকা খ. ৩৫,০০০ টাকা

গ. ৫০,০০০ টাকা ঘ. ৬৫,০০০ টাকা

৩৯. ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে ব্যাংক বিবরণী অপরিহার্য, কারণ—

ক. ব্যাংক বিবরণী একটি গ্রহণযোগ্য বিল

খ. ব্যাংক বিবরণী ব্যাংক সমন্বয় বিবরণীর একটি বিকল্প ব্যবস্থা

গ. ব্যাংক বিবরণীতে অনেক প্রয়োজনীয় আর্থিক তথ্য থাকে, যা নগদান বইতে থাকে না এবং এগুলো ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত সহায়ক

ঘ. ব্যাংক বিবরণীর পাশাপাশি নগদান বই ও ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার মূল ভিত্তি

৪০. ব্যাংক হিসাবের সমন্বয় কী?

ক. একটি হিসাব খাত

খ. হিসাব সংরক্ষণ প্রক্রিয়া

গ. হিসাবের পাকা বই

ঘ. একটি বিবরণী মাত্র

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২১.গ ২২.খ ২৩.ক ২৪.ঘ ২৫.ঘ ২৬.ঘ ২৭.গ ২৮.ক ২৯.ক ৩০.খ ৩১.ক ৩২.ক ৩৩.খ ৩৪.ক ৩৫.ক ৩৬.খ ৩৭.গ ৩৮.খ ৩৯.গ ৪০.ঘ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা