এসএসসি ২০২৩ - জীববিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

২১. বৃহৎ কোষগহ্বর কোন কোষের বৈশিষ্ট্য?

ক. প্রাণিকোষ খ. উদ্ভিদকোষ

গ. আদিকোষ ঘ. সরলকোষ

২২. কোনটি জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে?

ক. গলজি বডি খ. লাইসোজোম

গ. রাইবোজোম ঘ. ক্রিষ্টি

২৩. কোষকঙ্কালের তন্তু যা দিয়ে নির্মিত হয়—

i. অ্যাকটিন

ii. মায়োসিন

iii. টিউবিউলিন

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন কোথায় হয়?

ক. রাইবোজোম খ. সেন্ট্রোজোম

গ. নিউক্লিয়াস ঘ. মাইটোকন্ড্রিয়া

২৫. ত্বক দেহকে—

i. আচ্ছাদন করে

ii. বাইরের আঘাত থেকে রক্ষা করে

iii. জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৬. সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় তৈরি করে—

i. ফ্লাজেলা

ii. স্পিন্ডল যন্ত্র

iii. অ্যাস্টার রে

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৭. সিভকোষ ও লোহিত রক্ত কণিকায় কোনটি থাকে না?

ক. নিউক্লিয়াস খ. সেন্ট্রিওল

গ. প্লাজমা ঘ. রাইবোজোম

২৮.ক্রোমাটিন জালিকা কোথায় থাকে?

ক. নিউক্লিয়াসে খ. মাইটোকন্ড্রিয়ায়

গ. প্লাস্টিডে ঘ. রাইবোজোমে

২৯. টিস্যু কোষগুলো—

i. জীবিত

ii. সমব্যাসীয়

iii. প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩০. প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ—

i. দেহ গঠন করা

ii. খাদ্য প্রস্তুত করা

iii. খাদ্য পরিবহন করা

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ২: ২১.খ ২২.খ ২৩.ঘ ২৪.ক ২৫.ঘ ২৬.ঘ ২৭.ক ২৮.ক ২৯.ঘ ৩০.ঘ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা