এইচএসসি ২০২২ - ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৩১. ইসলাম–পূর্ব আরবের (আইয়ামে জাহেলিয়ার) সর্বশ্রেষ্ঠ কবি কে ছিলেন?

ক. আনতারা

খ. ইমরুল কায়েস

গ. যুহাইর বিন আবি সালমা

ঘ. লাবিদ বিন রাবিয়া

৩২. আরবীয় ভূখণ্ডকে উপদ্বীপ বলা হয় কেন?

ক. সমভূমিতে অবস্থিত হওয়ার কারণে

খ. মরুভূমিতে অবস্থিত বলে

গ. সব দিকে পানি দ্বারা বেষ্টিত বলে

ঘ. তিন দিকে পানি দ্বারা বেষ্টিত থাকায়

৩৩. আরব দেশকে ‘জাজিরাতুল আরব’ বলার কারণ কী?

ক. মরুভূমির দেশ বলে

খ. আরব সাগরের তীরে অবস্থিত তাই

গ. আরব পবিত্র ভূমি হওয়ার জন্য

ঘ. তিন দিকে জলবেষ্টিত হওয়ার কারণে

৩৪. আসাবিয়া কী?

ক. প্রাচীন আরবীয় বাসিন্দা

খ. প্রাচীন আরবের বৃহৎ জনগোষ্ঠী

গ. প্রাচীন আরবের ক্ষুদ্র জনগোষ্ঠী

ঘ. যাযাবর আরবদের গোত্রের মূলমন্ত্র

৩৫. আইয়ামে জাহেলিয়া বলতে বোঝায়—

i. অজ্ঞতার যুগ

ii. ইসলাম–পূর্ব সময়

iii. ইসলামের প্রাথমিক যুগ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৬. আরব উপদ্বীপের অবস্থান ছিল—

i. এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে

ii. লোহিত সাগরের পূর্ব দিকে

iii. ভূমধ্যসাগরের তীরে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৭. উটকে ‘মরুভূমির জাহাজ’ বলা হয়। কারণ—

i. যাতায়াতের একমাত্র বাহন

ii. আরবদের নিত্য সহচর

iii. দ্রুতগতিসম্পন্ন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৮. প্রাক-ইসলামি যুগে আরব সমাজকে কলুষিত করেছিল—

i. অনিয়ম

ii. কন্যাশিশু হত্যা

iii. রাজতন্ত্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৯. ইয়ামেন শব্দের অর্থ—

i. সৌভাগ্যবান

ii. সুখী

iii. সুন্দর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪০. নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে—

i. মেসোপটেমীয় সভ্যতা

ii. মিসরীয় সভ্যতা

iii. সিন্ধু সভ্যতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.খ ৩২.ঘ ৩৩.ঘ ৩৪.ঘ ৩৫.ক ৩৬.ক ৩৭.ক ৩৮.ক ৩৯.ক ৪০.ঘ

শেখ মো. জিয়াউর রহমান, সহকারী অধ্যাপক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)