বাংলা ১ম পত্র - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

আশা

২২. কবি যে মানুষদের সান্নিধ্য পেতে চেয়েছেন তারা—

i. অল্পে তুষ্ট

ii. মনুষ্যত্বের অধিকারী

iii. সুখ–দুঃখের ভাবনায় তাড়িত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৩. ‘আশা’ কবিতায় কবি কোন জগতের প্রত্যাশা করেন?

ক. যে জগতে মানুষ নির্ঘুম থাকে

খ. যে জগতে মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে থাকে

গ. যে জগতে মানুষ অর্থের পেছনে ছোটে

ঘ. যে জগতে মানুষ আত্মস্বার্থ খোঁজে

২৪. ‘আশা’ কবিতায় কবির দৃষ্টিতে মানুষের আয়ু কমায় কোনটি?

ক. সারা দিনের পরিশ্রম

খ. দুরাশা গ্লানি

গ. দীনতা ও সংশয়

ঘ. বিত্ত–সুখের দুর্ভাবনা

২৫. ‘প্রতিবেশীর আঁধার ঘরে জ্বালতে পারে আলো’— কারা আলো জ্বালতে পারে?

ক. ধনীরা খ. দরিদ্র মানুষেরা

গ. শিক্ষিতরা ঘ. আত্মীয়েরা

২৬. ‘আশা’ কবিতায় সুখী মানুষের মনে কী নেই?

ক. ইচ্ছা খ. সুখ

গ. হতাশা ঘ. দীনতা

আরও পড়ুন

২৭. ‘আশা’ কবিতায় কোথায় মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে থাকে?

ক. কান্না–হাসির অন্তরালে

খ. প্রতিবেশীর আঁধার ঘরে

গ. জীর্ণ বেড়ার ঘরে

ঘ. যেথায় তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে

২৮. ‘আশা’ কবিতার কবি কিসের অন্তরালে হারিয়ে যেতে চান?

ক. নিশুত রাতের খ. বিত্ত–সুখের

গ. আঁধার ঘরের ঘ. কান্না–হাসির

২৯. ‘আশা’ কবিতাটি কোন বিষয়কে স্মরণ করিয়ে দেয়?

ক. স্বার্থপরতা খ. পরার্থপরতা

গ. দেশাত্মবোধ ঘ. সৃজনশীলতা

সঠিক উত্তর

আশা: ২২.ক ২৩.খ ২৪.ঘ ২৫.খ ২৬.ঘ ২৭.গ ২৮.ঘ ২৯.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

আরও পড়ুন