এসএসসি ২০২৩ - অর্থনীতি | অধ্যায় ৯ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারেঅধ্যায় ৯

অধ্যায় ৯

২১. কোন ধরনের দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে?

ক. স্বাধীন খ. উন্নয়নশীল

গ. উন্নত ঘ. স্বল্পোন্নত

২২. কোন ধরনের দেশে প্রতিবছর বৈদেশিক বাণিজ্যের ঘাটতির সম্মুখীন হতে হয়?

ক. উন্নত খ. পুঁজিবাদী

গ. উন্নয়নশীল ঘ. স্বল্পোন্নত

২৩. উন্নয়নশীল দেশে কোন ধরনের পণ্যের মূল্যের উত্থান-পতন বেশি হয়?

ক. কৃষিপণ্য

খ. শিল্পপণ্য

গ. ভোগ্যপণ্য

ঘ. জাঁকজমকপূর্ণ পণ্য

২৪. উন্নয়নশীল দেশের বৈশিষ্ট্য হলো—

i. কম মাথাপিছু আয়

ii. শিল্পে অনগ্রসরতা

iii. উদ্যোক্তার অভাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. দারিদ্র্যের দুষ্টচক্র একটি দেশে কিসে বাধা সৃষ্টি করে?

ক. উন্নয়নে খ. মূলধন গঠনে

গ. জনসংখ্যায় ঘ. সঞ্চয়ে

২৬. কোনটি অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রবিন্দু?

ক. ভূমি খ. শ্রম

গ. মূলধন ঘ. উদ্যোক্তা

২৭. কোনটি জরুরি হওয়া সত্ত্বেও বাংলাদেশের অগ্রগতি মন্থর?

ক. শিল্প উন্নয়ন

খ. কৃষি উন্নয়ন

গ. জীবনযাত্রার মান

ঘ. অবকাঠামো

২৮. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান অন্তরায় কী?

ক. কৃষিনির্ভর অর্থনীতি

খ. বৈদেশিক নির্ভরশীলতা

গ. দারিদ্র্যের দুষ্টচক্র

ঘ. শিল্পে অনগ্রসরতা

২৯. দারিদ্র্যের দুষ্টচক্র ধারণাটির প্রবর্তক কে?

ক. র‍্যাগনার নার্কস

খ. অ্যাডাম স্মিথ

গ. ডেভিড রিকার্ডো

ঘ. জে এম কেইন্স

৩০. ‘একটি দেশ দরিদ্র, কারণ সে দরিদ্র’ উক্তিটি কার?

ক. লর্ড কেইনস

খ. আলফ্রেড মার্শাল

গ. র‍্যাগনার নার্কস

ঘ. লায়নেল রবনিস

সঠিক উত্তর

অধ্যায় ৯: ২১.খ ২গ ২৩.ক ২৪.ঘ ২৫.ক ২৬.ঘ ২৭.ঘ ২৮.গ ২৯.ক ৩০.গ

মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)