অধ্যায় ২
১১. চ্যুতিস্তূপ পর্বত হচ্ছে—
i. খাড়া ঢালবিশিষ্ট
ii. নরম শিলায় গঠিত
iii. সুস্পষ্ট শৃঙ্গ থাকে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. প্রায় সমুদ্রপৃষ্ঠের একই সমতলে বা সামান্য উঁচু বিস্তীর্ণ স্থলভাগকে কী বলে?
ক. মালভূমি খ. উপত্যকা
গ. সমভূমি ঘ. নিম্নভূমি
১৩. ব্ল্যাক ফরেস্ট ও ভোজ কোন ধরনের পর্বত?
ক. ভঙ্গিল/ভাঁজ
খ. স্তূপ/চ্যুতি
গ. ল্যাকোলিথ
ঘ. সনোরা লাইন
১৪. কোন পর্বতকে সঞ্চয়জাত পর্বত বলা হয়?
ক. ল্যাকোলিথ খ. আগ্নেয়
গ. স্তূপ ঘ. ভঙ্গিল
১৫. ভারতের দাক্ষিণাত্য মালভূমি কিসের দ্বারা গঠিত?
ক. নুড়ি খ. লাভা
গ. ম্যাগমা ঘ. গ্রাবরেখা
১৬. পর্বত সাধারণ কত মিটার পর্যন্ত উঁচু হতে পারে?
ক. ৪০০ খ. ৬০০
গ. ৫০০ ঘ. ৬০০-এর অধিক
১৭. কিলিমানজারো পর্বতের শীর্ষদেশ বরফাবৃত কেন?
ক. অক্ষাংশের জন্য
খ. ভূমির ঢালের জন্য
গ. উচ্চতার কারণে
ঘ. সমুদ্র থেকে দূরত্বের কারণে
১৮. ইতালির ভিসুভিয়াস ও কেনিয়ার কিলিমানজারো কোন শ্রেণির পর্বত?
ক. আগ্নেয় খ. ভঙ্গিল
গ. ক্ষয়জাত ঘ. ল্যাকোলিথ
১৯. বাংলাদেশের কোন অঞ্চলে বদ্বীপ অবস্থিত?
ক. উত্তর-পূর্ব খ. উত্তর-পশ্চিম
গ. দক্ষিণ-পূর্ব ঘ. দক্ষিণ-পশ্চিম
২০. পদ্মার উপনদী কোনটি?
ক. মধুমতি খ. গড়াই
গ. আড়িয়াল খাঁ ঘ. মহানন্দা
সঠিক উত্তর
অধ্যায় ২: ১১.খ ১২.গ ১৩.খ ১৪.খ ১৫.খ ১৬.ঘ ১৭.গ ১৮.ক ১৯.ঘ ২০.ঘ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা