বাংলাদেশ ও বিশ্বপরিচয় - দশম শ্রেণি

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

১. পৃথিবীর অন্যতম বৃহৎ বদ্বীপ কোনটি?

ক. ভারত খ. বাংলাদেশ

গ. মিয়ানমার ঘ. নেপাল

২. সুনামির মূল কারণ কী?

ক. ভূমিকম্প

খ. বন্যা

গ. সমুদ্রস্রোত

ঘ. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

৩. ঢাকায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতির ঝুঁকি বেশি কেন?

ক. অপরিকল্পিত নগরায়ণ

খ. অতিরিক্ত জনসংখ্যা

গ. অতিরিক্ত যানবাহন

ঘ. অতিরিক্ত শিল্পকারখানা

৪. ‘সিসমিক রিস্কজোন’ কী?

ক. ভূমিকম্পপ্রবণ এলাকা

খ. আগ্নেয়প্রবণ এলাকা

গ. বন্যাপ্রবণ এলাকা

ঘ. নদীভাঙন এলাকা

৫. শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে কেন?

ক. সূর্য বিপরীত গোলার্ধে অবস্থান করায়

খ. স্থলভাগের ওপর দিয়ে বায়ু প্রবাহিত হয়ে আসা বায়ু শুষ্ক থাকায়

গ. দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে

ঘ. আকাশ মেঘমুক্ত থাকার কারণে

৬. ভূমিকম্পের লঘু বলয়ে অবস্থিত স্থান কোনটি?

ক. খুলনা খ. ঢাকা

গ. চট্টগ্রাম ঘ. সিলেট

৭. বাংলাদেশের কোন ঋতুতে কালবৈশাখী হয়?

ক. বসন্তকাল খ. গ্রীষ্মকাল

গ. বর্ষাকাল ঘ. শরৎকাল

৮. কোন পাহাড়টি স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত?

ক. তাজিংডং খ. কেওক্রাডং

গ. চিকনাগুল ঘ. মোদকমুয়াল

৯. বাংলাদেশে বর্ষাকালে কোন বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টি হয়?

ক. উত্তর–পূর্ব খ. মৌসুমি

গ. দক্ষিণ–পশ্চিম ঘ. উত্তর–পশ্চিম

১০. জানুয়ারিতে বাংলাদেশের গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?

ক. ১৪.৭° সেলসিয়াস

খ. ১৫.৭° সেলসিয়াস

গ. ১৬.৭° সেলসিয়াস

ঘ. ১৭.৭° সেলসিয়াস

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১.খ ২.ক ৩.ক ৪.ক ৫.খ ৬.ক ৭.খ ৮.গ ৯.খ ১০.ঘ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা