এইচএসসি ২০২৩ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১০১-১১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

১০১. ন্যানো টেকনোলজি ব্যবহার হয়—

i. কসমেটিকস উৎপাদনে

ii. কাপড় তৈরিতে

iii. উচ্চ ফলনশীল গাছ উদ্ভাবনে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০২. ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটারে অবৈধভাবে অনুপ্রবেশ করাকে কী বলে?

ক. ব্লগিং খ. প্রোগ্রামিং

গ. চ্যাটিং ঘ. হ্যাকিং

১০৩. BSA–এর সূত্রমতে ব্যবহৃত সব সফটওয়্যারের কত ভাগ পাইরেটেড সফটওয়্যার?

ক. ২৫ ভাগ খ. ২৮ ভাগ

গ. ৩৬ ভাগ ঘ. ৪৫ ভাগ

১০৪. অন্যের লেখা, সাহিত্যকর্ম, গবেষণাপত্র ইত্যাদি নিজের নামে প্রকাশ করাকে কী বলে?

ক. ফিশিং খ. প্লেজিয়ারিজম

গ. স্প্যামিং ঘ. হ্যাকিং

১০৫. ২০১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে কয়টি রেজিস্টার্ড সফটওয়্যার কোম্পানি আছে?

ক. ৫০০ খ. ৮০০

গ. ১০০০ ঘ. ৫০০০

১০৬. অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের মতে, বিশ্বের মধ্যে অনলাইন কর্মীর সংখ্যার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কত?

ক. প্রথম খ. দ্বিতীয়

গ. তৃতীয় ঘ. পঞ্চম

১০৭. World Economic Forum–এর উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত?

ক. ২০তম খ. ২৪তম

গ. ৩০তম ঘ. ৩৪তম

১০৮. বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ ধারণার প্রবক্তা কে?

ক. মার্শাল ম্যাকলুহান

খ. টিম বানারসলি

গ. মার্ক জাকারবার্গ

ঘ. ই এফ কড

১০৯. ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ শব্দটির সঙ্গে সর্বপ্রথম সবাইকে পরিচয় করিয়ে দেন কে?

ক. Jack Williamson

খ. Marshall Mcluhan

গ. John McCarthy

ঘ. Karel Capek

১১০. কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রধান ক্ষেত্র—

i. ন্যাচারাল ইন্টারফেস

ii. বুদ্ধিবৃত্তিক বিজ্ঞান

iii. ক্রায়োসার্জারি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ১০১.ঘ ১০২.ঘ ১০৩.গ ১০৪.খ ১০৫.খ ১০৬.খ ১০৭.ঘ ১০৮.ক ১০৯.গ ১১০.ক

এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা