পঞ্চম শ্রেণি - বাংলা | সংকল্প : প্রশ্নোত্তর (৭-৯)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

সংকল্প

৭. প্রশ্ন: কবি পাতাল ফেড়ে নামতে চান কেন?

উত্তর: পাতাল বলতে আমরা সাগরের তলদেশ বা মাটির নিচের দেশকে বুঝে থাকি। মহাকাশের মতো পাতালপুরীও এক অজানা রহস্যঘেরা জায়গা। অসীম বিশ্বকে জানার অদম্য কৌতূহলী কবি মাটির নিচে পাতালে কী আছে, তা জানার জন্য পাতাল ফেড়ে সেখানে নামতে চায়। পাতালের অজানা রহস্য সম্পর্কে জ্ঞান অর্জন করে কৌতূহল মেটাতে চান।

৮. প্রশ্ন: বীর ডুবুরি কী করে?

উত্তর: গভীর পানিতে ডুব দিয়ে যারা কোনো জিনিস উদ্ধার করে আনে তাদের ডুবুরি বলা হয়। ‘সংকল্প’ কবিতায় কবি ডুবুরিদের বীর হিসেবে আখ্যায়িত করেছেন। বীর ডুবুরিরা নদী বা সমুদ্রের তলদেশ থেকে মুক্তা সংগ্রহ করে। নদী বা সমুদ্রের গভীর তলদেশে কোনো নৌকা, লঞ্চ বা জাহাজ নিমজ্জিত হলে বীর ডুবুরিরা তা উদ্ধার করে।

৯. প্রশ্ন: সংকল্প কবিতার মূলভাব লেখো।

উত্তর: সংকল্প কবিতার মূলভাব নিচে লেখা হলো:

কিশোর মন চির কৌতূহলী। সে জানতে চায় বিশ্বের সবকিছু। আবিষ্কার করতে চায় অসীম আকাশের সব অজানা রহস্য। বুঝতে চায় কেন মানুষ অসীমে, অতলে, অন্তরীক্ষে ছুটছে। বীর কেন জীবন বিপন্ন করে মৃত্যুকে বরণ করছে। সে আরও জানতে চায়, ডুবুরি কেমন করে গভীর পানিতে ডুব দিয়ে মুক্তা আহরণ করছেন। দুঃসাহসী অভিযাত্রী কেমন করে আকাশের দিকে উড়ে চলে। কিশোর মন তাই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, ঘরে আবদ্ধ না থেকে এই পৃথিবীর সবকিছুকে ঘুরেফিরে দেখবে।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা