নবম শ্রেণি - বাংলা ১ম পত্র | কপোতাক্ষ নদ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

নবম শ্রেণির পড়াশোনা

কপোতাক্ষ নদ

৬১. মাইকেল মধুসূদন দত্ত কত সালে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হাইস্কুলে শিক্ষকতা করেন?

ক. ১৮৫২ খ. ১৮৭১

গ. ১৮৭৩ ঘ. ১৮৭৪

৬২. মাইকেল মধুসূদন দত্ত কত সালে পাশ্চাত্য রীতিতে ‘শর্মিষ্ঠা’ নাটক রচনা করেন?

ক. ১৮৫২ খ. ১৮৫৬

গ. ১৮৫৮ ঘ. ১৮৭৪

৬৩. বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটকের নাম কী?

ক. পদ্মাবতী খ. কৃষ্ণকুমারী

গ. শর্মিষ্ঠা ঘ. মেঘনাদবধ কাব্য

৬৪. ‘ভ্রান্তি’ শব্দের অর্থ কী?

ক. সর্বদা খ. সৎভাবে

গ. ভুল ঘ. মনে রাখা

৬৫. কবির কাছে ভ্রান্তির ছলনা কোনটি?

ক. নিশার স্বপন

খ. মায়া-মন্ত্রধ্বনি

গ. স্নেহের তৃষ্ণা

ঘ. কপোতাক্ষের কলকল

৬৬. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ‘এ বিরলে’ শব্দের সাথে অন্ত্যমিল রক্ষাকারী শব্দ কোনটি?

ক. তব কলকলে খ. কার জলে

গ. স্বপনে ঘ. ছলনে

৬৭. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় অষ্টকের মূল বক্তব্য কোনটি?

ক. ভ্রান্ত আবেগ

খ. নদীর প্রতি মমতা

গ. দেশপ্রেম

ঘ. স্মৃতিকাতরতা

৬৮. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি প্রজা বলেছেন কাকে?

ক. কপোতাক্ষকে

খ. সাগরদাঁড়িকে

গ. বাংলাদেশকে

ঘ. বাঙালিদেরকে

৬৯. ‘আর কি হে হবে দেখা’— ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কবি কার উদ্দেশ্যে কথাটি বলেছেন?

ক. কপোতাক্ষ নদ

খ. জন্মভূমি

গ. আত্মীয়-পরিজন

ঘ. বন্ধু-বান্ধব

৭০. ‘কপোতাক্ষ নদ’ কবিতায় কে, কাকে বারিরূপ কর দেয়?

ক. সাগর নদীকে

খ. নদী সাগরকে

গ. প্রজা রাজাকে

ঘ. খাল নদীকে

সঠিক উত্তর

কপোতাক্ষ নদ: ৬১.ক ৬২.গ ৬৩.গ ৬৪.গ ৬৫.ঘ ৬৬.ক ৬৭.ঘ ৬৮.ক ৬৯.ক ৭০.গ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)