এইচএসসি ২০২২ - ভূগোল ১ম পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৬১. জীবাশ্ম জ্বালানি কোনটি?

ক. কয়লা খ. বায়ুশক্তি

গ. প্রাকৃতিক শক্তি ঘ. জলবিদ্যুৎ

৬২. পৃথিবীর অভ্যন্তরে প্রতি ৩০ মিটার গভীরতায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়?

ক. ৬ খ. ১

গ. ৫ ঘ. ৭

৬৩. রায়োলাইট কার্বনিক অ্যাসিডের সংমিশ্রণে এলে তা গলিত হয়ে কিসে পরিণত হয়?

ক. অর্থোক্লেজ খ. কেওলিনাইট

গ. কার্বনেট ঘ. অ্যালবাইট

৬৪. বায়ুদূষণ প্রভাব ফেলে—

i. স্থলজ বাস্তুসংস্থানে

ii. জলজ বাস্তুসংস্থানে

iii. পানিপ্রবাহের ওপর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৬৫ ও ৬৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

মিনার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার তাঁর বাসা কোথায় জিজ্ঞাসা করে জানতে পারলেন তেজগাঁও শিল্প এলাকায়। ডাক্তার মিনারের এ অসুখের কারণ বুঝতে পারলেন।

৬৫. মিনার কী কারণে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন?

ক. পানিদূষণ খ. শব্দদূষণ

গ. বায়ুদূষণ ঘ. মাটিদূষণ

৬৬. উদ্দীপকে মিনার যে দূষণের কারণে ডাক্তারের কাছে গেলেন, সে দূষণের ফলে—

i. অ্যাজমা হয়

ii. ব্রঙ্কাইটিস হয়

iii. এইডস হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৬৭. অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনটি?

i. SO₂

ii. NO₂

iii. CO₂

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৮. শ্বাসকষ্ট, মাথাধরা, বমি বমি ভাব হয় কোনটির কারণে?

ক. মিথেন

খ. কার্বন মনোক্সাইড

গ. সালফার ডাই–অক্সাইড

ঘ. কার্বন ডাই–অক্সাইড

৬৯. সূর্য থেকে আসা ‘আলট্রাভায়োলেট রে’ শোষণ করে বায়ুমণ্ডলের কোন স্তর?

ক. নাইট্রোজেন খ. ওজোন

গ. আর্গন ঘ. জেনন

নিচের উদ্দীপকটি পড়ে ৭০ ও ৭১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

শিক্ষক পৃথিবীর স্তর নিয়ে আলোচনায় একটি স্তরের কথা বিশেষভাবে উল্লেখ করে বললেন, স্তরটি না থাকলে পৃথিবী শূন্যতায় পর্যবসিত হতো।

৭০. শিক্ষক পৃথিবীর কোন স্তরটি সম্পর্কে আলোকপাত করেছেন?

ক. বারিমণ্ডল খ. আয়নমণ্ডল

গ. বিষমণ্ডল ঘ. বায়ুমণ্ডল

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৬১.ক ৬২.খ ৬৩.গ ৬৪.ক ৬৫.গ ৬৬.ক ৬৭.ক ৬৮.খ ৬৯.খ ৭০.ঘ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)