এইচএসসি ২০২৩ - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ১
১. বিশ্বগ্রাম বলতে কী বোঝায়?
ক. বিশ্বজুড়ে কম্পিউটারের ব্যবহারকে
খ. বিশ্বজুড়ে বিস্তৃত ইন্টারনেট ব্যবস্থাকে
গ. বিশ্বের উন্নয়নশীল গ্রামগুলোকে
ঘ. বিশ্বজুড়ে যোগাযোগব্যবস্থার উন্নয়নকে
২. বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ শব্দটিকে সবার সামনে প্রথম কে তুলে ধরেন?
ক. বিল গেটস খ. মার্শাল ম্যাকলুহান
গ. স্টিভস জবস ঘ. মার্ক জাকারবার্গ
৩. হারবার্ট মার্শাল ম্যাকলুহান কী ছিলেন?
ক. একজন কৃষিবিদ
খ. একজন প্রযুক্তিবিদ
গ. একজন দার্শনিক
ঘ. একজন রসায়নবিদ
৪. চাকরিজীবীদের কাছে ইন্টারনেট ব্যবস্থা জনপ্রিয়। কারণ, এ পদ্ধতিতে—
i. যাতায়াত বাবদ খরচ কম হয়
ii. উপার্জন করা যায়
iii. সময়ের সাশ্রয় হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. বিশ্বগ্রামের সুবিধা হলো—
i. জীবনযাত্রার সার্বিক ব্যয় হ্রাস পায়
ii. নতুন নতুন কর্মসংস্থান বৃদ্ধি পায়
iii. সামাজিক যোগাযোগ হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. বিশ্বগ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?
ক. তথ্য খ. হার্ডওয়্যার
গ. সফটওয়্যার ঘ. কানেকটিভিটি
৭. হারবার্ট মার্শাল ম্যাকলুহান কোন দেশের অধিবাসী ছিলেন?
ক. গ্রিস খ. জার্মানি
গ. ফ্রান্স ঘ. কানাডা
৮. গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোনটির ভূমিকা সবচেয়ে বেশি?
ক. ইন্টারনেট খ. রেডিও
গ. টেলিভিশন ঘ. টেলিফোন
৯. বাংলাদেশে জনপ্রিয় কয়েকটি জব পোর্টালের উদাহরণ হচ্ছে—
i. www.elance.com
ii. www.bdjobs.com
iii. www.everjobs.com
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. বিশ্বব্যাপী জনপ্রিয় মার্কেটপ্লেসের উদাহরণ—
i. Upwork
ii. Freelancer
iii. Fiverr
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ১.ঘ ২.খ ৩.গ ৪.ঘ ৫.ক ৬.ক ৭.ঘ ৮.ক ৯.গ ১০.ঘ
এস কে এম মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা