সমাজবিজ্ঞান ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৫১. কোন সমাজবিজ্ঞানী সমাজ বিবর্তনের তিনটি পর্যায় বন্য দশা, বর্বর দশা ও সভ্য দশা হিসেবে ব্যাখ্যা করেছেন?

ক. অগাস্ট কোঁৎ খ. হার্বার্ট স্পেনসার

গ. মর্গান ঘ. ফ্রয়েড

৫২. সমাজবিজ্ঞান কোনটির মধ্যকার কার্যকরণ সম্পর্ক নিয়ে আলোচনা করে?

ক. সামাজিক প্রপঞ্চ

খ. সামাজিক স্থিতিশীলতা

গ. সামাজিক গতিশীলতা

ঘ. দ্বন্দ্ব ও সংঘাত

৫৩. ব্যাংক, বিমা, বাজার-হাট এগুলো কোন ধরনের প্রতিষ্ঠান হিসেবে পরিচিত?

ক. অর্থনৈতিক খ. সামাজিক

গ. জনকল্যাণমূলক ঘ. কল্যাণমূলক

৫৪. পরিবেশ সমাজবিজ্ঞানের আলোচ্য কী?

ক. জীবজগৎ ও প্রাণিজগৎ সম্পর্কে জানা

খ. জীবজগৎ ও বৃক্ষরাজি সম্পর্কে জানা

গ. জীবজগৎ ও মানুষ সম্পর্কে জানা

ঘ. প্রকৃতি ও মানুষের মধ্যকার সম্পর্কে জানা

৫৫. কাকে কেন্দ্র করে মানবসমাজের কার্যাবলি পরিচালিত হয়?

ক. মানুষকে খ. বিবাহকে

গ. পরিবারকে ঘ. সমাজ কাঠামোকে

৫৬. নগর সমাজবিজ্ঞানের মূল—

i. সরকারব্যবস্থা প্রতিষ্ঠা

ii. শিল্পায়িত সমাজ প্রতিষ্ঠা

iii. আধুনিক সমাজ প্রতিষ্ঠা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৭. গ্রামীণ সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়—

i. পরিবারব্যবস্থা

ii. কৃষিব্যবস্থা

iii. ধর্মীয় ব্যবস্থা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৮. সমাজের দর্পণ বলতে বোঝায়—

i. শিল্পকলা

ii. সাহিত্য

iii. ধর্ম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৯. সমাজবিজ্ঞানের পরিধি হিসেবে বলা যায়—

i. গবেষণার ক্ষেত্র বৃদ্ধি

i. সমাজের পরিবর্তন

iii. পারস্পরিক মেলামেশা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬০. সমাজবিজ্ঞানের বিভিন্ন শব্দ, পদ, প্রত্যয়, নীতি জানা যায় কী অধ্যয়নের মাধ্যমে?

ক. সামাজিক চিন্তা খ. সমাজতাত্ত্বিক তত্ত্ব

গ. ঐতিহাসিক সমাজবিজ্ঞান

ঘ. দর্শনের সমাজবিজ্ঞান

সঠিক উত্তর

অধ্যায় ১: ৫১.গ ৫২.ক ৫৩.ক ৫৪.ঘ ৫৫.গ ৫৬.গ ৫৭.ঘ ৫৮.ক ৫৯.ক ৬০.খ

শামসুন নাহার, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা