পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট সপ্তম ব্যাচের অটাম টার্মে ভর্তি, স্নাতক থাকলেই আবেদন

পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-এর যৌথ উদ্যোগে পরিচালিত এক বছর মেয়াদি পোস্টগ্রাজুয়েট ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট (Postgraduate  Diploma in Rural Development) প্রোগ্রামের সপ্তম ব্যাচের অটাম টার্মে শিক্ষার্থী ভর্তি করা হবে।

উল্লেখ্য, ভালো ফলাফলের ভিত্তিতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা থাকবে। প্রোগ্রামটি সম্পূর্ণ আবাসিক।

প্রোগ্রামের সুবিধা সমূহ

  • বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ 

  • ফ্রি আবাসন 

  • আধুনিক গ্রন্থাগার ব্যবহারের সুযোগ 

  • অত্যাধুনিক কম্পিউটার ল্যাব ব্যবহারের সুযোগ 

  • ফ্রি ওয়াই-ফাই সুবিধা 

  • ছাত্র-ছাত্রীদের আত্ম-উন্নয়নকল্পে কাউন্সিলিং 

  • সেমিনার/কর্মশালায় অংশগ্রহণের সুযোগ 

  • সর্বজনীন সাধারণ বৃত্তি 

  • মেধা বৃত্তি 

  • ইনডোর-আউটডোর খেলাধুলার সুবিধা 

  • সুইমিং পুল ব্যবহারের সুবিধা 

  • শিক্ষা সফর 

  • বিভিন্ন প্রতিষ্ঠানে সংযুক্তি কার্যক্রম 

  • চাকুরিপূর্ব অভিজ্ঞতা সঞ্চয়ে ইন্টার্নশিপ 

  • সর্বোপরি আরডিএ বগুড়ার সবুজ চত্বরে নির্মল পরিবেশে ক্যারিয়ার গঠনের সুযোগ।

আরও পড়ুন

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের অবশ্যই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদনপত্র ও অন্যান্য কাগজপত্র জমাদানের শেষ তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, রোববার

  • নির্বাচনী পরীক্ষা: ২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার

  • নির্বাচিতদের তালিকা প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার

  • ভর্তি শুরু: ২৪ সেপ্টেম্বর ২০২৩, রোববার

  • ভর্তির শেষ তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, বুধবার

  • ওরিয়েন্টশন ওয়ার্কশপ: ৩ অক্টোবর ২০২৩, মঙ্গলবার

  • ক্লাস শুরু: ৪ অক্টোবর ২০২৩, বুধবার

আরও পড়ুন

আবেদনের নিয়ম 

  • প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে আরডিএ ওয়েবসাইটে (rda.gov.bd) দেওয়া নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। 

  • আবেদনপত্রটি নির্ধারিত সময়ের মধ্যে নিযে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র ও “মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া” বরাবর ২০০/- টাকার পে অর্ডার/ব্যাংক ড্রাফটসহ পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় অবস্থিত "'পিজিডিআরডি অফিস, কক্ষ নং - ৫০৮, অনুষদ ভবন ২, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া" এ জমা দেওয়া যাবে অথবা কর্মসূচি পরিচালকের ই-মেইল আইডিতে ([email protected]) প্রেরণ করতে হবে। 

  • আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নিম্নোক্ত কাগজপত্রের ফটোকপি দাখিল করতে হবে:

    1. এসএসসি, এইচএসসি, ম্নাতক ও য্নাতকোত্তর প্রযোজ্য ক্ষেত্রে)/ সমমানের ডিগ্রি পাশের সনদপত্র ও মার্কশিট

    2. ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিকত্বের সনদপত্র

    3. সর্বশেষ অধ্যায়নকৃত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে প্রাপ্ত চারিত্রিক সনদপত্র

    4. জাতীয় পরিচয়পত্র

    5. দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত রঙিন ছবি

  • সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে৷ সরকারি কর্মকর্তারা (ক্যাডার ও নন-ক্যাডার) শিক্ষা ছুটি নিয়ে কোর্সটি সম্পন্ন করতে পারবেন । 

  • নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না। 

  • অসম্পূর্ণ, ত্রুটিযুক্ত ও ভুল তথ্যাদি সন্নিবেশিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 

আরও পড়ুন
PGDRD Application Form -পিজিডিআরডি-আবেদনপত্র.pdf

ভর্তি সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ

ফোন: 01920333684

ওয়েবসাইট: rda.gov.bd

আরও পড়ুন