শিল্পকারখানা - ভূগোল ২য় পত্র, অধ্যায় ৬ | এইচএসসি পরীক্ষা ২০২৪

পুনবি৴ন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৬

১৩. সার কারখানায় ব্যবহৃত কাঁচামাল ব্যবহার করা হয়—

  i. যানবাহনের জ্বালানি হিসেবে 

ii. তাপবিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে

  iii. সৌরবিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে

নিচের কোনটি সঠিক?

  ক. i ও ii  খ. i ও iii  

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

১৪. বাংলাদেশের অর্থনীতির অন৵তম চালিকাশক্তি কোন শিল্প?

  ক. তৈরি পোশাক খ. চিনি  

গ. লৌহ ও ইস্পাত ঘ. সিমেন্ট

১৫. মেঘনা সিমেন্ট কারখানা কোথায় গড়ে উঠেছে?

  ক. চট্টগ্রাম বন্দরের কাছে 

খ. মোংলা বন্দরের কাছে

  গ. নারায়ণগঞ্জের মেঘনাঘাটে 

ঘ. কুমিল্লার দাউদকান্দিতে

১৬. আশুগঞ্জ সার কারখানায় কোন কোন গ্যাসক্ষেত্র থেকে গ্যাস ব্যবহার করা হয়?

  ক. তিতাস, হবিগঞ্জ 

খ. রশিদপুর ও বিবিয়ানা

  গ. তিতাস, রশিদপুর 

ঘ. মেঘনা, কামতা

১৭. বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি রপ্তানি আয় হয় কোন শিল্প থেকে?

  ক. পাট খ. চা 

গ. গার্মেন্টস ঘ. চামড়া

১৮. পোশাকশিল্পের বাণিজ্য বৃদ্ধির জন্য সরকার দেশের বিভিন্ন স্থানে কী স্থাপন করেছে?

  ক. EPZ  খ. BCIC  

গ. EPG ঘ. EPI

১৯. GMP-এর কারণে কোন শিল্পটি বাংলাদেশে দ্রুত প্রসার লাভ করেছে?

  ক. পাট খ. পোশাক 

গ. ওষুধ ঘ. সিমেন্ট

২০. কর্ণফুলী ফার্টিলাইজারে কোন জাতীয় সার তৈরি হয়?

  ক. টিএসপি খ. ইউরিয়া  

গ. অ্যামোনিয়া ঘ. জৈব সার 

২১. দেশের মোট চিনিকলের কয়টি রংপুর বিভাগে অবস্থিত?

  ক. ৩টি খ. ৫টি  

গ. ৬টি ঘ. ৮টি

২২. স্বাধীনতার পর এ দেশে পাটশিল্পের অনুকূল নিয়ামক ছিল—

  i. আন্তর্জাতিক বাজার 

ii. কাঁচামাল  

iii. নারী শ্রমিক

নিচের কোনটি সঠিক?

  ক. i ও ii খ. i ও iii  

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

জনাব করিম ‘কেরু অ্যান্ড কোম্পানির’ চিনিকলে চাকরি করেন। বেসরকারি খাতে পরিচালিত এ কারখানাটি একটু ব্যতিক্রমধর্মী।

২৩. কর্মরত জনাব করিমের কোম্পানিটি কোন বিভাগে অবস্থিত? 

  ক. রাজশাহী খ. রংপুর 

গ. ঢাকা ঘ. খুলনা

২৪. চিনি ছাড়া এ কারখানায় কী উত্পন্ন হয়?

  ক. কাগজ খ. মেথিলেটেড স্পিরিট 

গ. গুড় ঘ. মিষ্টান্ন

২৫. ভারত বস্ত্র রপ্তানিতে কততম স্থানের অধিকারী?

  ক. ১ম  খ. ২য় 

গ. ৩য় ঘ. ৪র্থ

২৬. শ্রমিক সস্তা হওয়ায় কোন শিল্প বাংলাদেশে দ্রুত প্রসার লাভ করেছে?

  ক. পোশাক খ. সিমেন্ট  

গ. সার ঘ. ওষুধ

সঠিক উত্তর

অধ্যায় ৬: ১৩. ক ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. গ ২০. খ ২১. গ ২২. ক ২৩. ঘ ২৪. খ ২৫. খ ২৬. ক

মো. শাকিরুল ইসলামপ্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা