সমাজবিজ্ঞান ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৭৮. মাতৃপ্রধান পরিবারে পারিবারিক ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ন্যস্ত থাকে—

i. স্বামীর ওপর

ii. স্ত্রীর ওপর

iii. মাতার ওপর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৯. বর্ধিত পরিবারের সদস্যের অন্তর্ভুক্ত হলেন—

i. স্বামী-স্ত্রী

ii. সন্তানসন্ততি

iii. নাতি-নাতনি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮০. মাতৃসূত্রীয় পরিবারে সন্তানসন্ততি মাতৃধারায় উত্তরাধিকার সূত্রে অর্জন করে—

i. পেশা

ii. সম্পত্তি

iii. বংশ নাম বা মর্যাদা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

আরও পড়ুন

৮১. পিতৃসূত্রীয় পরিবারে সন্তানসন্ততি পিতার ধারায় উত্তরাধিকার সূত্রে অর্জন করে—

i. সম্পত্তি

ii. বংশমর্যাদা

iii. পেশা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮২. বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার হলো—

i. পিতৃসূত্রীয় পরিবার

ii. যৌথ পরিবার

iii. মাতৃসূত্রীয় পরিবার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৮৩. কালক্রমে সব সমাজেই বহু স্ত্রী বিবাহভিত্তিক পরিবারের সংখ্যা হ্রাস পেয়েছে—

i. আধুনিক শিক্ষার ফলে

ii. জনসংখ্যা বৃদ্ধির ফলে

iii. সচেতনতা বৃদ্ধির ফলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৭৮.গ ৭৯.ঘ ৮০.গ ৮১.ক ৮২.খ ৮৩.খ

শামসুন নাহার, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আরও পড়ুন