সেইদিন এই মাঠ
১১. ‘আমার পরিচয়’ কবিতায় কোন যুগের চিত্রকলার কথা বলা হয়েছে?
ক. সেন যুগের খ. কৈবর্ত যুগের
গ. বুদ্ধ যুগের ঘ. পাল যুগের
১২. ‘আমার পরিচয়’ কবিতায় কবি পাল যুগের কিসের কথা বলেছেন?
ক. কৈবর্ত বিদ্রোহের
খ. বৌদ্ধবিহারের
গ. সোনা মসজিদের
ঘ. চিত্রকলার
১৩. কোন আন্দোলনের পথ ধরে স্বাধীনতা আন্দোলন সূচিত হয়?
ক. ভাষা আন্দোলন খ. স্বরাজ আন্দোলন
গ. কৈবর্ত বিদ্রোহ ঘ. ফরায়েজি আন্দোলন
১৪. ‘আমার পরিচয়’ কবিতায় উল্লেখকৃত কোন অনুষঙ্গটি সবচেয়ে প্রাচীন?
ক. বৌদ্ধবিহার খ. সোনা মসজিদ
গ. তিতুমীর ঘ. ক্ষুদিরাম
১৫. কবি বরেন্দ্রভূমের কোন মসজিদ থেকে এসেছেন?
ক. তারা মসজিদ খ. ষাটগম্বুজ মসজিদ
গ. আদি মসজিদ ঘ. সোনা মসজিদ
১৬. ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’ উক্তিটিকে কবি বাঙালির কী বলে অভিহিত করেছেন?
ক. অনুপ্রেরণা খ. চেতনা
গ. বীজমন্ত্র ঘ. প্রাণের কথা
১৭. ‘আমার পরিচয়’ কবিতায় ‘আউল–বাউল’ বলতে কাকে বোঝানো হয়েছে?
ক. সংসারী মানুষকে খ. সংসারত্যাগীকে
গ. বিদ্রোহী নেতাকে ঘ. বারোভূঁইয়াকে
১৮. ‘আমার পরিচয়’ কবিতায় বারোভূঁইয়াদের কেমন ক্ষমতার অধিকারী বলা হয়েছে?
ক. স্বাধীন খ. পরাধীন
গ. সাময়িক ঘ. সার্বভৌম
১৯. ‘সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই।’—এ উক্তির অন্তর্নিহিত অর্থ কোনটি?
ক. সমাজতন্ত্র প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়
খ. অসাম্প্রদায়িক সাম্যবাদী সমাজের প্রত্যয়
গ. লিঙ্গবৈষম্য দূরীকরণের প্রত্যয়
ঘ. দেশ–কালের দূরত্ব মুছে ফেলার প্রত্যয়
২০. ‘আমার পরিচয়’ কবিতায় ‘আমার’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. বাঙালির নৃতত্ত্ব
খ. বাঙালির ইতিহাস
গ. পারিবারিক ঐতিহ্য
ঘ. জাতিসত্তার সামগ্রিক রূপ
সঠিক উত্তর
আমার পরিচয়: ১১.ঘ ১২.ঘ ১৩.ক ১৪.ক ১৫.ঘ ১৬.গ ১৭.খ ১৮.ঘ ১৯.খ ২০.ঘ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা