অধ্যায় ৬
৩১. অতিরিক্ত মাত্রার গ্যাস কীভাবে জীবকূলের ক্ষতি করে?
i. তাপমাত্রা বৃদ্ধি করে
ii. ওজোনস্তর ধ্বংস করে
iii. উদ্ভিদের খাদ্য তৈরির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৩২ ও ৩৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বায়ুমণ্ডলে ‘X’–এর পরিমাণ অতি নগণ্য হলেও ‘X’ শিশির, তুহিন ও তাপ শোষণ করে উষ্ণতা বণ্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বায়ুমণ্ডলে কতিপয় কঠিন ও তরল পদার্থ একত্রে ‘Y’ হিসেবে পরিচিত।
৩২. উদ্দীপকে ‘X’–এর সঙ্গে সাদৃশ্য রয়েছে নিচের কোনটির?
ক. লবণকণা খ. ধূলিকণা
গ. জলীয় বাষ্প ঘ. গ্যাসীয় উপাদান
৩৩. উদ্দীপকে ‘Y’ পদার্থটি সংস্পর্শে এসে ‘X’ ঘনীভূত হয়ে সৃষ্টি করে—
i. মেঘ
ii. কুয়াশা
iii. হিমপ্রাচীর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪. দেহ গঠনের জন্য আমরা যেসব প্রোটিনযুক্ত খাদ্যদ্রব্য গ্রহণ করি, তা কী দ্বারা গঠিত?
ক. নাইট্রোজেন
খ. কার্বন ডাই–অক্সাইড
গ. ওজোন
ঘ. অক্সিজেন
৩৫. ‘মেসোপজ’ ভূপৃষ্ঠ থেকে প্রায় কত কিলোমিটার উচ্চতায় অবস্থিত?
ক. ১১ খ. ১৬
গ. ৫০ ঘ. ৮০
৩৬. বায়ুমণ্ডলে নিচের কোন উপাদানের পরিমাণ সবচেয়ে বেশি?
ক. নাইট্রোজেন
খ. কার্বন ডাই–অক্সাইড
গ. অক্সিজেন
ঘ. হাইড্রোজেন
৩৭. বায়ুমণ্ডলের কোন স্তরে অক্সিজেনের ঘনত্ব সবচেয়ে বেশি?
ক. ট্রপোমণ্ডল খ. স্ট্র্যাটোমণ্ডল
গ. মেসোমণ্ডল ঘ. আয়নমণ্ডল
৩৮. বায়ুমণ্ডলের উপাদানগুলো হচ্ছে—
i. ওজোন
ii. আর্গন
iii. হিলিয়াম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৯. বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠসংলগ্ন স্তর কোনটি?
ক. ট্রপোস্ফিয়ার খ. ওজোনোস্ফিয়ার
গ. স্ট্র্যাটোস্ফিয়ার ঘ. আয়নোস্ফিয়ার
৪০. পৃথিবীর বর্তমান গড় তাপমাত্রা কত?
ক. ১০.৯° সে. খ. ২০.৯° সে.
গ. ১৫° সে. ঘ. ২৫.৯° সে.
৪১. বায়ুতে অক্সিজেনের পরিমাণ শতকরা কত ভাগ?
ক. ৭৮.০২ ভাগ খ. ২০.৯৪ ভাগ
গ. ২২.২০ ভাগ ঘ. ২১.৪৯ ভাগ
৪২. বায়ুমণ্ডলের হিলিয়াম স্তরটি কোন অণু দ্বারা গঠিত?
ক. নাইট্রোজেন খ. হিলিয়াম
গ. কার্বন ঘ. নিয়ন
৪৩. বায়ু স্থির থাকে কোন অংশে?
ক. স্ট্র্যাটোসীমায়
খ. মেসোপজে
গ. ম্যাগনেটোস্ফিয়ার
ঘ. ট্রপোপোজে
৪৪. পৃথিবীর সৌরপর্দা কোনটি?
ক. ট্রপোস্ফিয়ার
খ. থার্মোস্ফিয়ার
গ. ওজোনোস্ফিয়ার
ঘ. এক্সোস্ফিয়ার
৪৫. বায়ুদূষণের কারণ হলো—
i. গাছপালা আগুনে পোড়ানো
ii. তেজস্ক্রিয় পদার্থ নির্গমন
iii. প্রাকৃতিক গ্যাস উত্তোলন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৬. ব্যাপক হারে বনজঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বাড়ছে?
ক. অক্সিজেন
খ. কার্বন ডাই–অক্সাইড
গ. নাইট্রোজেন
ঘ. কার্বন মনোক্সাইড
৪৭. বায়ু যতই উষ্ণ হয়, ততই কী ধারণ করতে পারে?
ক. ধূলিকণা খ. জলীয় বাষ্প
গ. গ্যাসীয় কণা ঘ. জৈবকণা
নিচের উদ্দীপকের আলোকে ৪৮ ও ৪৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সুমন তার বিজ্ঞান বইতে পড়ল, বায়ুমণ্ডলে এমন একটি স্তর রয়েছে যেখানে বিদ্যুৎ তৈরি হয় এবং সেখান থেকে বেতার তরঙ্গও প্রতিফলিত হয়। সুমন চিন্তায় পড়ে গেল। তাহলে এই সূত্রটি না থাকলে বেতার যোগাযোগ সম্ভব হতো না।
৪৮. উদ্দীপকে বায়ুমণ্ডলের কোন স্তরের কথা বলা হয়েছে?
ক. স্ট্র্যাটোস্ফিয়ার খ. মেসোস্ফিয়ার
গ. আয়নোস্ফিয়ার ঘ. এক্সোস্ফিয়ার
৪৯. উপরিউক্ত স্তরের প্রধান উপাদান কী?
ক. ওজোন গ্যাস খ. আণবিক গ্যাস
গ. হাইড্রোজেন ঘ. হিলিয়াম
৫০. নিচের কোন বায়ুকণিকা সূর্যরশ্মি হতে তাপ শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত হতে সাহায্য করে?
ক. ওজোন খ. নাইট্রোজেন
গ. পলেন ঘ. জেনন
৫১. নিচের কোন গ্যাস বায়ুর সঙ্গে মিশে H₂SO₄ সৃষ্টি করে, যা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী?
ক. SO₂ খ. H₂O
গ. NH₂ ঘ. NO₂
৫২. বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকলে, তাকে কী ধরনের বায়ু বলে?
ক. অয়ন খ. শুষ্ক
গ. স্থানীয় ঘ. আর্দ্র
৫৩. বায়ুদূষণ প্রতিরোধে করণীয়—
i. বনায়ন
ii. জ্বালানিব্যবস্থা নিয়ন্ত্রণ
iii. কীটনাশক প্রয়োগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৪. বায়ুমণ্ডলের গ্যাসগুলোর মধ্যে সর্বাপেক্ষা প্রয়োজনীয় গ্যাস কোনটি?
ক. ওজোন খ. অক্সিজেন
গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাই–অক্সাইড
৫৫. বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠসংলগ্ন স্তর কোনটি?
ক. ট্রপোস্ফিয়ার খ. ওজোনোস্ফিয়ার
গ. স্ট্র্যাটোস্ফিয়ার ঘ. আয়নোস্ফিয়ার
৫৬. বায়ু স্থির থাকে কোন অংশে?
ক. স্ট্র্যাটোসীমায়
খ. মেসোপজে
গ. ম্যাগনেটোস্ফিয়ার
ঘ. ট্রপোপোজে
৫৭. বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের পরিমাণ শতকরা কত?
ক. ০.৪০ খ. ০.০৩
গ. ০.৫১ ঘ. ০.৬১
৫৮. বায়ুমণ্ডলের সবচেয়ে শীতল স্তর কোনটি?
ক. ট্রপোমণ্ডল খ. স্ট্রাটোমণ্ডল
গ. মেসোমণ্ডল ঘ. এক্সোমণ্ডল
৫৯. বায়ুমণ্ডলের কোন স্তরে মেঘ, বৃষ্টি, ঝড় ও বজ্রবিদ্যুৎ ঘটে?
ক. মেসোস্ফিয়ার খ. স্ট্রাটোস্ফিয়ার
গ. ট্রপোস্ফিয়ার ঘ. আয়নোস্ফিয়ার
৬০. ভূত্বকের গড় গভীরতা কত কিমি?
ক. ৬০ কিমি খ. ২১ কিমি
গ. ৩৫ কিমি ঘ. ১০ কিমি
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৩১.ঘ ৩২.গ ৩৩.ক ৩৪.ক ৩৫.ঘ ৩৬.ক ৩৭.খ ৩৮.ঘ ৩৯.ক ৪০.গ ৪১.খ ৪২.খ ৪৩.ঘ ৪৪.গ ৪৫.ক ৪৬.খ ৪৭.খ ৪৮.গ ৪৯.খ ৫০.গ ৫১.ক ৫২.ঘ ৫৩.ক ৫৪.খ ৫৫.ক ৫৬.ঘ ৫৭.ক ৫৮.গ ৫৯.গ ৬০.গ
মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা