অষ্টম শ্রেণি – বাংলা ১ম পত্র | ভাব ও কাজ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

ভাব ও কাজ

২১. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে ‘কুম্ভকর্ণ’ বলতে কাকে বোঝানো হয়েছে?

ক. রাবণের বড় ভাইকে

খ. রাবণের ছোট ভাইকে

গ. রাবণের পুত্রকে

ঘ. রাবণের সারথিকে

২২. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে ‘মহাপাপ’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করা

খ. অন্যকে বিপদে ফেলা

গ. আত্মার শক্তিকে জাগিয়ে তোলা

ঘ. অন্যের কাজকে নষ্ট করা

২৩. মানুষকে কবজায় আনার জন্য কী করণীয়?

ক. মানুষের অধিকার হরণ করা

খ. নিজের দল ভারী করা

গ. কোমল জায়গায় ছোঁয়া দেওয়া

ঘ. ভাবের দ্বারা কার্যসাধন

২৪. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে ‘উদোম ষাঁড়’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. বন্ধনযুক্ত ষাঁড়

খ. বন্ধনমুক্ত ষাঁড়

গ. স্বাস্থ্যবান ষাঁড়

ঘ. উন্নত জাতের ষাঁড়

২৫. ‘কর্পূর’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. বৃক্ষরস থেকে তৈরি ওষুধ

খ. বৃক্ষরস থেকে তৈরি গন্ধদ্রব্য

গ. বৃক্ষরস থেকে তৈরি সুস্বাদু খাবার

ঘ. বৃক্ষরস থেকে তৈরি প্রসাধনী

২৬. ‘লা-পরওয়া’ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে?

ক. গ্রাহ্য করা খ. গ্রাহ্য না করা

গ. সমর্থন করা ঘ. উত্সাহ দেওয়া

২৭. কোনো ভালো উদ্যোগ নষ্ট হওয়ার পেছনে কারণ কী?

ক. পরিকল্পনা ও কাজের স্পৃহা না থাকা

খ. ভাবের অভাব

গ. পারস্পরিক বোঝাপড়ার অভাব

ঘ. নিয়ম অমান্য করা

২৮. কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ কোনটি?

ক. ব্যথার দান খ. যুগবাণী

গ. অগ্নি-বীণা ঘ. মধুমালা

২৯. ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।’ উদ্দীপকের ভাবটি কোনটির ভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ?

ক. পড়ে পাওয়া খ. তৈলচিত্রের ভূত

গ. ভাব ও কাজ ঘ. সুখী মানুষ

৩০. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে মানুষের কোমল অনুভূতিতে আঘাত দেওয়াকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে?

ক. অন্যায় খ. স্বার্থপরতা

গ. পাপ ঘ. প্রতিহিংসা

সঠিক উত্তর

ভাব ও কাজ: ২১.খ ২২.ক ২৩.গ ২৪.খ ২৫.খ ২৬.খ ২৭.ক ২৮.গ ২৯.গ ৩০.গ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)