অষ্টম শ্রেণি – বাংলা ১ম পত্র | ভাব ও কাজ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

ভাব ও কাজ

১১. কিসের কাঠির ছোঁয়া দিয়ে মানুষকে জাগিয়ে তুলতে হবে?

ক. সোনার খ. রুপার

গ. লোহার ঘ. পিতলের

১২. ভাবকে কাজে রূপান্তর করতে না পারলে ভাবাবেশ কিসের মতো উড়ে যায়?

ক. খড় খ. কর্পূর

গ. স্পিরিট ঘ. ধুলা

১৩. কে একনাগাড়ে ছয় মাস ঘুমাত?

ক. রাবণ খ. কুম্ভকর্ণ

গ. রাম ঘ. লক্ষ্মণ

১৪. ‘পুয়াল’ শব্দের অর্থ কী?

ক. পেয়ালা খ. খড়

গ. পেয়ারা ঘ. পুত্র

১৫. কাজী নজরুল ইসলামকে ‘বিদ্রোহী কবি’ বলা হয় কেন?

ক. অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের জন্য

খ. পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদের জন্য

গ. শ্রেণিবৈষম্য দূরীকরণের জন্য

ঘ. অসহায় মানুষের পক্ষে সংগ্রামের জন্য

১৬. কাজী নজরুল ইসলাম প্রশংসিত হয়েছেন কী রচনার জন্য?

ক. প্রবন্ধ ও গল্প

খ. নাটক ও উপন্যাস

গ. কবিতা ও ভ্রমণকাহিনি

ঘ. শ্যামাসংগীত, ইসলামি গান ও গজল

১৭. ‘শিক্ষার সফলতা ফলাফলে’ সে অনুযায়ী ভাবের সফলতা কোথায়?

ক. ভাবকে ভাবের মধ্যে রাখলে

খ. ভাবকে ধ্যানে পরিণত করলে

গ. ভাবকে কাজে পরিণত করলে

ঘ. অন্যকে প্রভাবিত করলে

১৮. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে ‘দশচক্রে ভগবান ভূত’। এই প্রবাদে ‘দশচক্র’ শব্দটি কাদের বোঝাতে ব্যবহৃত হয়েছে?

ক. অসাধু কর্মী খ. কর্মবিমুখ মানুষ

গ. কাপুরুষ ঘ. হঠকারী

১৯. ‘ভাব ও কাজ’ প্রবন্ধে ভাব-সাধনা করতে বলা হয়েছে কেন?

ক. অন্ধের মতো কাজ করার জন্য

খ. এগিয়ে চলার জন্য

গ. কর্মে শক্তি আনার জন্য

ঘ. ভাবের মাধ্যমে কার্য সাধনের জন্য

২০. ‘ভাবকে তোমার দাস করিয়া লও’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. ভাবের দ্বারা কার্যসিদ্ধি

খ. ভাবের দাসত্ব বরণ

গ. কাজকে ভাবের দাস বানানো

ঘ. ভাবকে কাজের দাস বানানো

সঠিক উত্তর

ভাব ও কাজ: ১১.ক ১২.খ ১৩.খ ১৪.খ ১৫.ক ১৬.ঘ ১৭.গ ১৮.ক ১৯.গ ২০.ঘ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)