অষ্টম শ্রেণি – বাংলা ১ম পত্র | ভাব ও কাজ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

ভাব ও কাজ

১. কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?

ক. ১৩০৫ খ. ১৩০৬

গ. ১৩০৭ ঘ. ১৩০৮

২. ‘বিজলী’ কোন ধরনের পত্রিকা?

ক. দৈনিক খ. সাপ্তাহিক

গ. পাক্ষিক ঘ. মাসিক

৩. সাহিত্যের সব শাখায় কে উজ্জ্বলতার পরিচয় দিয়েছেন?

ক. কাজী নজরুল ইসলাম

খ. গৌরীপ্রসন্ন মজুমদার

গ. সিকান্দার আবু জাফর

ঘ. শামসুর রাহমান

৪. আরবি-ফারসি শব্দ ব্যবহারে কুশলতা দেখিয়েছেন কে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. কায়কোবাদ

গ. কামিনী রায়

ঘ. কাজী নজরুল ইসলাম

৫. ‘রিক্তের বেদন’ কবি নজরুল রচিত কোন ধরনের গ্রন্থ?

ক. উপন্যাস খ. কাব্য

গ. গল্পগ্রন্থ ঘ. নাটক

৬. কবি নজরুল কত বছর বয়সে কঠিন রোগে আক্রান্ত হন?

ক. ৪১ বছর খ. ৪২ বছর

গ. ৪৩ বছর ঘ. ৪৪ বছর

৭. কী দিয়ে লোককে মাতিয়ে তুলতে হবে?

ক. চিন্তা খ. ভাব

গ. কাজ ঘ. স্পিরিট

৮. পুষ্পবিহীন সৌরভের মতো কোনটি?

ক. কাজ খ. কাজ ও ভাব

গ. ভাব ঘ. শক্তি

৯. ‘ভাব ও কাজ’ রচনায় লেখক ভাবকে কার দাস করতে বলেছেন?

ক. কার্যের খ. আত্মার

গ. কল্যাণের ঘ. স্বার্থের

১০. মহৎ কিছু করার জন্য কী প্রয়োজন?

ক. ভাব খ. উদ্যোগ ও ভাব

গ. কাজ ঘ. ভাব ও কাজ

সঠিক উত্তর

ভাব ও কাজ: ১.খ ২.খ ৩.ক ৪.ঘ ৫.গ ৬.গ ৭.খ ৮.গ ৯.ক ১০.ঘ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

আরও পড়ুন