অষ্টম শ্রেণি – বাংলা ১ম পত্র | অতিথির স্মৃতি : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অতিথির স্মৃতি

৩১. ‘কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায়।’এখানে ‘বিকৃতিটা’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. পা খ. ফোলা পা

গ. রক্তহীন দেহ ঘ. বাতব্যাধি

৩২. বাতব্যাধিগ্রস্তদের সন্ধ্যার পূর্বেই ঘরে প্রবেশ করা প্রয়োজন ছিল কেন?

ক. অন্ধকারে চলতে অসুবিধা হওয়ায়

খ. দ্রুত হাঁটতে না পারায়

গ. ক্ষুধা আহরণের কাজ শেষ হওয়ায়

ঘ. তাদের ঘর অনেক দূরে বলে

৩৩. কোন কাজে চাকরদেরও সায় ছিল?

ক. ফেলনা খাবারগুলো কুকুরকে দিতে

খ. কুকুরটিকে মারধর করে বের করে দিতে

গ. ঘরের দরজা খুলে রাখতে

ঘ. অতিথিকে ভালোভাবে খাওয়াতে

৩৪. ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল বিষয় কী?

ক. তুচ্ছের প্রতি সহানুভূতি

খ. ইতরের প্রতি নিষ্ঠুরতা

গ. চিকিৎসকের আদেশে বায়ুবদল

ঘ. ক্ষুদ্রের প্রতি ঘৃণা

৩৫. মালিনী কুকুরটিকে তাড়িয়েছিল কেন?

ক. কুকুরটি দেখতে বিশ্রী বলে

খ. থাকার স্থান কম পড়ার আশঙ্কায়

গ. অতিথির মর্যাদা ক্ষুণ্ন হওয়ায়

ঘ. মালিনীর খাবারে ভাগ বসানোয়

৩৬. ‘যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম।’ এখানে ‘ঝাপসা’ কথাটিতে কী প্রকাশ পেয়েছে?

ক. চোখে কম দেখা

খ. দূরে তাকাতে না পারা

গ. চোখে অন্ধকার দেখা

ঘ. বিদায়ে চোখ জলে ভরা

৩৭. লেখকের শরীর সারল না, তবু দেওঘর থেকে বিদায় নিতে হলো কেন?

ক. বায়ু পরিবর্তনে সুস্থ না হওয়ায়

খ. বাড়ির জন্য মন কাঁদায়

গ. অতিথির অত্যাচারে অতিষ্ঠ হওয়ায়

ঘ. বাড়িভাড়ার টাকা কম পড়ায়

৩৮. ‘বায়ু পরিবর্তনে সাধারণত যা হয়, সে–ও লোকে জানে, আবার আসেও।’ তবু আসে কেন?

ক. কাজ থেকে মুক্তি পাওয়ার জন্য

খ. রোগ সারতে পারে, এটা ভেবে

গ. চিকিৎসকের আদেশ মেনে নিয়ে

ঘ. বাড়ির জন্য দুশ্চিন্তা কমে বলে

৩৯. ‘কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগল।’ এখানে ‘খবরদারি’ শব্দ দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. অসতর্ক সৃষ্টি খ. বিদায়ের উৎফুল্লতা

গ. নজরদারি ঘ. ব্যস্ততার ভান

৪০. ‘আমার কেবল ইচ্ছে জাগে পাখির মতো ডাকতে।’ এর সমার্থক বাক্য কোনটি?

ক. পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা

খ. বেনে-বউ পাখি একটু দেরি করে আসত

গ. পাশের বাড়িতে আমগাছে শালিক, টুনটুনি গান করত

ঘ. একজন গলাভাঙা গায়কের ভজনের সুরে ঘুম ভাঙত

সঠিক উত্তর

অতিথির স্মৃতি: ৩১.খ ৩২.ক ৩৩.খ ৩৪.ক ৩৫.ঘ ৩৬.ঘ ৩৭.ক ৩৮.গ ৩৯.গ ৪০.গ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)