অষ্টম শ্রেণি – বাংলা ১ম পত্র | অতিথির স্মৃতি : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অতিথির স্মৃতি

২১. ফোলা পায়ের লজ্জা ঢাকতে কারা যত্নশীল?

ক. পীড়িত মেয়েরা

খ. মধ্যবিত্তের বউরা

গ. বেরিবেরির রোগীরা

ঘ. বাতব্যাধিগ্রস্তরা

২২. পাখি চালান দেওয়ার ব্যবসা কাদের?

ক. পাখিপ্রেমিকদের

খ. চিকিৎসকদের

গ. পীড়িতদের

ঘ. ব্যাধদের

২৩. খাওয়া সম্বন্ধে নির্বিকারচিত্ত কে?

ক. মালিনী খ. অতিথি

গ. চাকর ঘ. লেখক

২৪. ‘কী ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি।’ কোন মেয়েটির?

ক. মালিনীর

খ. পাণ্ডুর রোগীর

গ. বাতব্যাধিগ্রস্তের

ঘ. পা ফোলা রোগীর

২৫. মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িত মানুষের মধ্যে কার সংখ্যা ঢের বেশি?

ক. মেয়েদের খ. পুরুষদের

গ. চিকিৎসকদের ঘ. চাকরদের

২৬. কে আলো নিয়ে উপস্থিত হয়েছিল?

ক. অতিথি খ. চাকর

গ. মালিনী ঘ. বামুন

২৭. বেনে-বউ পাখি দুটোর রং কেমন?

ক. সবুজ খ. বেগুনি

গ. কমলা ঘ. হলদে

২৮. শরীর খারাপ হলে লেখক কয় দিন নিচে নামতে পারলেন না?

ক. এক দিন খ. দুই দিন

গ. তিন দিন ঘ. চার দিন

২৯. চাকরদের দরদ কার পরেই বেশি?

ক. মালিনী খ. মালী

গ. অতিথি ঘ. বামুন ঠাকুর

৩০. সহসা খোলা দোর দিয়ে সিঁড়ির ওপর কার ছায়া পড়ল?

ক. কুকুরের খ. মালিনীর

গ. চাকরের ঘ. চিকিৎসকের

সঠিক উত্তর

অতিথির স্মৃতি: ২১.গ ২২.ঘ ২৩.ক ২৪.খ ২৫.ক ২৬.খ ২৭.ঘ ২৮.খ ২৯.ক ৩০.ক

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)