বাংলা ১ম পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

সিরাজউদ্দৌলা

৭০. ‘মারাঠা খাল’ কোথায় অবস্থিত?

ক. কাশিমবাজরে খ. মুর্শিদাবাদে

গ. শিয়ালদহে ঘ. দমদমে

৭১. রজার ড্রেক কে?

ক. গভর্নর খ. ক্যাপ্টেন

গ. সার্জন ঘ. সেনাপতি

৭২. বন্দী উমিচাঁদ কার কাছে চিঠি পাঠাতে চেয়েছিল?

ক. রায় দুর্লভের কাছে

খ. মানিকচাঁদের কাছে

গ. রাজবল্লভের কাছে

ঘ. জগৎশেঠের কাছে

৭৩. ‘কেউ এক চুল নড়লে প্রাণ যাবে’—সংলাপটি কার?

ক. রায় দুর্লভের খ. মানিকচাঁদের

গ. রাজবল্লভের ঘ. জগৎশেঠের

৭৪. নবাবের নিষেধ সত্ত্বেও ইংরেজরা কোথাকার দুর্গ সংস্কার বন্ধ করেনি?

ক. কলকাতার দুর্গ

খ. মতিঝিলের দুর্গ

গ. কাশিমবাজারের দুর্গ

ঘ. ফোর্ট উইলিয়াম দুর্গ

৭৫. কলকাতার দেওয়ান কে ছিলেন?

ক. উমিচাঁদ খ. মানিকচাঁদ

গ. রাজবল্লভ ঘ. কৃষ্ণবল্লভ

৭৬. কার অনুমতি পেলে ইংরেজরা জঙ্গল কেটে হাট বসাবে?

ক. উমিচাঁদের খ. মানিকচাঁদের

গ. রাজবল্লভের ঘ. কৃষ্ণবল্লভের

আরও পড়ুন

৭৭. নেটিভরা ইংরেজদের সঙ্গে কেন ব্যবসা করতে পারছিল না?

ক. নবাবের ভয়ে

খ. ফৌজদারের ভয়ে

গ. মানিকচাঁদের ভয়ে

ঘ. উজিরের ভয়ে

৭৮. সিরাজউদ্দৌলার সঙ্গে কার দ্বন্দ্ব হলে মীরজাফর ও জগৎশেঠের দল তাঁকে সহায়তা করবে?

ক. ঘসেটি বেগমের খ. শওকতজঙ্গের

গ. রাজবল্লভের ঘ. রায়দুর্লভের

৭৯. কলকাতায় ইংরেজদের ব্যবসা করার অনুমতি লাভের জন্য উমিচাঁদ মানিকচাঁদকে কত টাকা নজরানা দিয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছে?

ক. পাঁচ হাজার খ. দশ হাজার

গ. বারো হাজার ঘ. পনেরো হাজার

৮০. অসংখ্য ভুল-বোঝাবুঝি, অসংখ্য ছলনা এবং শাঠ্যের ওপর কিসের ভিত্তি প্রতিষ্ঠিত?

ক. মৌলিক সম্প্রীতির

খ. মৌলিক অধিকারের

গ. মৌলিক চাহিদার

ঘ. মৌলিক প্রয়োজনের

৮১. দেশের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হয়ে উঠবে কী বাড়লে?

ক. রাজস্ব খ. জুলুম

গ. লবণ ঘ. বাণিজ্য

৮২. ‘দেশের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ তুচ্ছ করে আমরা নবাবের আজ্ঞাবহ হয়েই থাকব’—কথাটি কে বলেছেন?

ক. মীরজাফর খ. রায় দুর্লভ

গ. জগৎশেঠ ঘ. রাজবল্লভ

৮৩. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে কে পবিত্র কোরআন শরিফ ছুঁয়ে নবাবের কাছে প্রতিজ্ঞা করেন?

ক. মীরজাফর খ. মীরমদন

গ. মোহনলাল ঘ. শওকত জঙ্গ

৮৪. আলীনগরের সন্ধি অনুসারে সিরাজউদ্দৌলা কাকে দরবারে আশ্রয় দেন?

ক. ক্লেটনকে খ. ওয়াটসকে

গ. ম্যানিংহামকে ঘ. হলওয়েলকে

৮৫. ওয়াটস আর ক্লাইভ কাকে ঘুষ খাইয়ে চন্দননগর ধ্বংস করেছে?

ক. রাজবল্লভকে খ. রায় দুর্লভকে

গ. নন্দকুমারকে ঘ. মানিকচাঁদকে

সঠিক উত্তর

সিরাজউদ্দৌলা: ৭০.গ ৭১.ক ৭২.খ ৭৩.খ ৭৪.ক ৭৫.খ ৭৬.খ ৭৭.খ ৭৮.খ ৭৯.গ ৮০.ক ৮১.ক ৮২.ক ৮৩.ক ৮৪.খ ৮৫.গ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

[পরবর্তী দিনের লেখা]

আরও পড়ুন