এইচএসসি ২০২৩ - জীববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৪৮)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৪১. ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের মূল উপাদান কোনটি?

ক. কাইটিন

খ. লিপোপ্রোটিন

গ. গ্লাইকোলিপিড

ঘ. পেপটিডোগ্লাইকান

৪২. ব্যাকটেরিওফাজ কী?

ক. এক প্রকার ছত্রাক খ. এক প্রকার শৈবাল

গ. এক প্রকার ভাইরাস ঘ. এক প্রকার ব্যাকটেরিয়া

৪৩. কোনটি ভাইরাসজনিত রোগ?

ক. কলেরা খ. ম্যালেরিয়া

গ. ধানের ব্লাইট ঘ. পেঁপের রিং স্পট

৪৪. TMV ভাইরাসের আকার কোন ধরনের?

ক. দণ্ডাকার খ. গোলাকার

গ. ঘনক্ষেত্রাকার ঘ. ব্যাঙাচিআকার

৪৫. মানুষের ভাইরাসজনিত রোগ কোনটি?

ক. কলেরা খ. যক্ষ্মা

গ. আমাশয় ঘ. হেপাটাইটিস

৪৬. কোনটি উদ্ভিদ ভাইরাস?

ক. TMV খ. HIV

গ. T2 ফাজ ঘ. ফ্লাভি ভাইরাস

নিচের উদ্দীপকটি পড়ে ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

কনক প্রচণ্ড জ্বরে আক্রান্ত। তাঁর মাংসপেশি, পিঠ, কোমর ও হাড়ের জোড়ায় জোড়ায় ব্যথা। শরীরে লালচে র৵াশ উঠেছে।

৪৭. কনকের জ্বরের জন্য দায়ী অণুজীবটি কী?

ক. ছত্রাক খ. ভাইরাস

গ. ব্যাকটেরিয়া ঘ. প্লাজমোডিয়াম

৪৮. উল্লিখিত রোগটি প্রতিরোধে করণীয় হলো—

i. প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া

ii. দিনের বেলায় মশারি টানিয়ে ঘুমানো

iii. আশপাশে পানি জমতে না দেওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৪১.ঘ ৪২.গ ৪৩.ঘ ৪৪.ক ৪৫.ঘ ৪৬.ক ৪৭.খ ৪৮.ঘ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা