এসএসসি ২০২৩ - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১৪

৪১. প্রথম পাঁচসালা পরিকল্পনা কার্যকর করা হয় কেন?

ক. সামাজিক উন্নয়নের লক্ষ্যে

খ. রাজনৈতিক উন্নয়নের লক্ষ্যে

গ. অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে

ঘ. ধর্মীয় উন্নয়নের লক্ষ্যে

৪২. গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন কে?

ক. শাহ আবদুল হামিদ

খ. মোহাম্মদ উল্লাহ

গ. আখতার হামিদ সিদ্দিকী

ঘ. শওকত আলী

৪৩. বাংলাদেশের সংবিধান কার্যকর হওয়ার পর কী ভেঙে দেওয়া হয়?

ক. জাতীয় সংসদ খ. আইন পরিষদ

গ. শিক্ষা পরিষদ ঘ. গণপরিষদ

৪৪. সংবিধানে ধর্মনিরপেক্ষতার অর্থ ছিল—

ক. সাম্প্রদায়িকতা পরিহার

খ. একমাত্র ধর্মভিত্তিক রাষ্ট্র

গ. সাম্প্রদায়িকতা

ঘ. ধর্মহীন রাষ্ট্র

৪৫. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

ক. ১৩৩তম খ. ১৩৫তম

গ. ১৩৬তম ঘ. ১৩৮তম

৪৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে কোন গুরুত্বপূর্ণ দুটি রাষ্ট্র আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি?

ক. চীন ও সৌদি আরব

খ. চীন ও রাশিয়া

গ. সৌদি আরব ও জাপান

ঘ. জাপান ও ভারত

৪৭.মুিক্তযুদ্ধ পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা কমিটির আহ্বায়ক কে ছিলেন?

ক. শেখ মুজিবুর রহমান

খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. আবু সাঈদ চৌধুরী

ঘ. তাজউদ্দীন আহমদ

৪৮. বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?

ক. ১৯৭৪ খ. ১৯৭৫

গ. ১৯৭৭ ঘ. ১৯৭৮

৪৯. স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?

ক. ১৯৭২ সালের ৭ মার্চ

খ. ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর

গ. ১৯৭৩ সালের ৭ মার্চ

ঘ. ১৯৭৩ সালের ১৬ ডিসেম্বর

৫০. গণপরিষদ আদেশ জারি করা হয়—

i. বাংলাদেশের সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে

ii. গণপরিষদের দলীয় নেতা নির্বাচন করার জন্য

iii. গণপরিষদের একাত্মতা প্রকাশ করার জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১৪: ৪১.গ ৪২.ক ৪৩.ঘ ৪৪.ক ৪৫.গ ৪৬.ক ৪৭.ঘ ৪৮.ক ৪৯.গ ৫০.ক

কাজী মনজুরুল ইসলাম, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)