অধ্যায় ৪
২১. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত আছে কোন দেশে?
ক. যুক্তরাজ্যে খ. সৌদি আরব
গ. কুয়েতে ঘ. ইয়েমেনে
২২. কল্যাণমূলক রাষ্ট্র হলো—
i. মিয়ানমার
ii. কানাডা ও সুইডেন
iii. যুক্তরাজ্য ও নরওয়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩. সংসদীয় সরকারের দেশে শাসন ক্ষমতা থাকে কার হাতে?
ক. মন্ত্রিসভা খ. জাতীয় সংসদ
গ. কেন্দ্রীয় সরকার ঘ. জনগণ
২৪. সংসদীয় পদ্ধতির সরকার রয়েছে—
i. বাংলাদেশ ও ভারত
ii. কানাডা ও যুক্তরাজ্য
iii. অস্ট্রেলিয়া ও সুইডেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. সংসদীয় সরকারে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কার্যত কে কিছু করেন না?
ক. সংসদ খ. বিচারপতি
গ. রাষ্ট্রপতি ঘ. সেনাপ্রধান
২৬. সংসদীয় সরকারে কে সার্বভৌম ক্ষমতার অধিকারী?
ক. প্রধানমন্ত্রী খ. আইনসভা
গ. সাংসদরা ঘ. বিচার বিভাগ
২৭. আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভার পতন ঘটে কোন শাসন ব্যবস্থায়?
ক. রাজতন্ত্র
খ. যুক্তরাষ্ট্রীয় সরকার
গ. সংসদীয় সরকার
ঘ. স্বৈরসরকারে
২৮. সংসদীয় সরকারের গুণ—
i. দায়িত্বশীল শাসনব্যবস্থা
ii. বিরোধী দলের মর্যাদা
iii. সমালোচনার সুযোগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৯. রাষ্ট্রপতিশাসিত সরকারে রাষ্ট্রপতি—
i. সরকারপ্রধান
ii. প্রকৃত শাসক
iii. সর্বময় ক্ষমতার অধিকারী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. ব্যক্তিস্বাধীনতার রক্ষাকারী রাষ্ট্রব্যবস্থা কোনটি?
ক. গণতান্ত্রিক
খ. পুঁজিবাদী
গ. একনায়কতান্ত্রিক
ঘ. সমাজতান্ত্রিক
সঠিক উত্তর
অধ্যায় ৪: ২১.খ ২২.গ ২৩.ক ২৪.ঘ ২৫.গ ২৬.গ ২৭.গ ২৮.ঘ ২৯.ঘ ৩০.ক
শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা