এসএসসি ২০২৩ - পদার্থবিজ্ঞান | অধ্যায় ৭ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৭

৩১. সরল ছন্দিত স্পন্দন গতিতে সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ দূরত্বকে কী বলা হয়?

ক. বিস্তার খ. তরঙ্গদৈর্ঘ্য

গ. দশা ঘ. দোলনকাল

৩২. কোন রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য ছোট?

ক. সবুজ খ. হলুদ

গ. নীল ঘ. লাল

৩৩. নিচের কোনটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ?

ক. শব্দ খ. পানি

গ. আলো ঘ. মাটি

৩৪. নিচের কোনটিতে শব্দের বেগ বেশি?

ক. পানি খ. বায়ু

গ. রুপা ঘ. লোহা

৩৫. যান্ত্রিক তরঙ্গের বেগ কিসের ওপর নির্ভর করে?

ক. চাপ খ. বিস্তার

গ. দশা ঘ. মাধ্যমের প্রকৃতি

৩৬. বিস্তার দ্বিগুণ হলে শক্তি কত গুণ হবে?

ক. চার গুণ খ. তিন গুণ

গ. দ্বিগুণ ঘ. অর্ধেক

৩৭. শব্দের প্রতিধ্বনির সময় নিচের কোনটি ঘটে?

ক. প্রতিসরণ খ. প্রতিফলন

গ. ঊর্ধ্বপাতন ঘ. উপরিপাতন

৩৮. নির্দিষ্ট দিকে তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তাকে কী বলা হয়?

ক. বিস্তার খ. তরঙ্গদৈর্ঘ্য

গ. তরঙ্গবেগ ঘ. দোলনকাল

৩৯. পানির তরঙ্গের ক্ষেত্রে কম্পনের দিক ও তরঙ্গ প্রবাহের দিকের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?

ক. ৩০° খ. ৬০°

গ. ৭৫° ঘ. ৯০°

৪০. অণুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গস্থিত কণাগুলোর কম্পনের দিকের সঙ্গে তরঙ্গ প্রবাহের দিকের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?

ক. ০° খ. ৩০°

গ. ৬০° ঘ. ৯০°

সঠিক উত্তর

অধ্যায় ৭: ৩১.ক ৩২.গ ৩৩.গ ৩৪.ঘ ৩৫.ঘ ৩৬.ক ৩৭.খ ৩৮.গ ৩৯.ঘ ৪০.ক

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)