সময়ের সঙ্গে অর্থের মূল্য ও সরল সুদ - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র, অধ্যায় ৩ | এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

১. সময়ের সঙ্গে সঙ্গে সাধারণত অর্থের মূল্যের কোন ধরনের পরিবর্তন হয়?

ক. বৃদ্ধি খ. সমান থাকে

গ. হ্রাস ঘ. আংশিক বৃদ্ধি

২. অর্থের সময়মূল্য কী?

ক. সময় পরিবর্তনের সঙ্গে অর্থের মূল্যের পরিবর্তন

খ. মূল্য পরিশোধের ক্ষেত্রে সময় নির্ধারণ

গ. অর্থের প্রাপ্তির ক্ষেত্রে সময় নির্ধারণ

ঘ. অর্থের প্রচলন সময় নির্ধারণ

৩. অর্থের মূল্য নিচের কোনটির সঙ্গে জড়িত?

ক. ব্যবহার খ. সময়

গ. চাহিদা ঘ. সরবরাহ

৪. মুদ্রাস্ফীতি কী?

ক. মুদ্রার আকার বৃদ্ধি পাওয়া

খ. অর্থের সরবরাহ বৃদ্ধি পাওয়া

গ. অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়া

ঘ. অর্থের জোগান বৃদ্ধি ও ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়া

৫. কোনটি সময় রেখায় প্রকাশ করা হয়?

ক. নগদ প্রবাহ

খ. সুদপ্রাপ্তির সময়

গ. মুদ্রাস্ফীতির হার

ঘ. অর্থের সময়মূল্য

৬. বর্তমান মূল্য কী?

ক. ভবিষ্যতে প্রাপ্য অর্থের আজকের মূল্য

খ. বর্তমান সুদের হারের মূল্য

গ. বর্তমান মুদ্রাস্ফীতির হার

ঘ. বর্তমান বাজার মূল্য

৭. ভবিষ্যৎ মূল্য কী?

ক. বর্তমান জমাকৃত অর্থের ওপর অর্জিত সুদ

খ. ভবিষ্যৎ বাজার মূল্য

গ. বর্তমান টাকার ভবিষ্যতে প্রাপ্য বর্ধিত পরিমাণ

ঘ. ভবিষ্যৎ সুদের হার

৮. সরল সুদ কী?

ক. সরল প্রক্রিয়ার মাধ্যমে যে সুদ নির্ণয় করা হয়

খ. প্রতিবছর সমপরিমাণ আসলের ওপর অর্জিত সুদ

গ. প্রতিবছর বর্ধিত আসলের ওপর অর্জিত সুদ

ঘ. সরল সুদের হার ও মুদ্রাস্ফীতির সমন্বিত রূপ

৯. চক্রবৃদ্ধি সুদ কী?

ক. পূর্ববর্তী বছরে অর্জিত সুদ ও আসলের মোটের ওপর নির্ণিত সুদ

খ. চক্রাকারে বৃদ্ধিপ্রাপ্ত সুদ

গ. ব্যবসায় চক্রের সঙ্গে পরিবর্তিত সুদ

ঘ. সময়ের চক্রাকার পরিবর্তনের মাধ্যমে অর্জিত সুদ

১০. বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি কী?

ক. শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক বার্ষিক যে শিক্ষাবৃত্তি দেওয়া হয়

খ. প্রতিবছর ক্রমবর্ধমান হারে কিস্তি প্রদান

গ. প্রতিবছর সমপরিমাণ কিস্তি প্রদান বা প্রাপ্তি

ঘ. প্রতিবছর সমহারে হ্রাসমান কিস্তি

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১.গ ২.ক ৩.খ ৪.ঘ ৫.ক ৬.ক ৭.গ ৮.খ ৯.ক ১০.গ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা