এইচএসসি ২০২৩ - জীববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ২

১. Walter Flemming কোথায় প্রথম কোষ বিভাজন লক্ষ করেন?

ক. সামুদ্রিক সালামান্ডার কোষে

খ. সামুদ্রিক তিমি মাছে

গ. সামুদ্রিক জেলি ফিশে

ঘ. সামুদ্রিক ওবেলিয়ায়

২. কোনটি নিউক্লিয়াসের বিভাজন?

ক. সাইটোকাইনেসিস

খ. মেটাকাইনেসিস

গ. ক্যারিওকাইনেসিস

ঘ. ইন্টারকাইনেসিস

৩. কোষ চক্রের কত সময় মাইটোসিস বিভাজনে ব্যয় হয়?

ক. ৫–১০% খ. ৩০–৪০%

গ. ৩০–৫০% ঘ. ৫০–৬০%

৪. কোষচক্রের ইন্টারফেজ দশায় কত ভাগ সময় লাগে?

ক. ৯০–৯৫ খ. ৪০–৫০

গ. ২৫–৩০ ঘ. ৫–১০

৫. ইন্টারফেজ পর্যায়ের নিউক্লিয়াসকে কী বলা হয়?

ক. গাঠনিক নিউক্লিয়াস

খ. বিপাকীয় নিউক্লিয়াস

গ. সংশ্লেষীয় নিউক্লিয়াস

ঘ. অগাঠনিক নিউক্লিয়াস

৬. অ্যানাফেজ দশায় ‘V’ আকৃতির ক্রোমোজোমকে কী বলে?

ক. মেটাসেন্টিক

খ. সাবমেটাসেন্টিক

গ. অ্যাক্রোসেন্টিক

ঘ. টেলোসেন্টিক

৭. কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে?

ক. প্রোফেজ খ. মেটাফেজ

গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ

৮. অ্যানাফেজ কী নামে পরিচিত?

ক. মধ্য পর্যায় খ. আদ্য পর্যায়

গ. গতি পর্যায় ঘ. অন্ত পর্যায়

৯. কোন জীব মাইটোসিস প্রক্রিয়ায় বংশ বিস্তার করে?

ক. Pteris

খ. Riccia

গ. Chlamydomonas

ঘ. Marchantia

১০. মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে একটি কোষ কতটি ধাপে বিভাজিত হয়ে চারটি কোষ সৃষ্টি করে?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

সঠিক উত্তর

অধ্যায় ২: ১.ক ২.গ ৩.ক ৪.ক ৫.খ ৬.ক ৭.গ ৮.গ ৯.গ ১০.ক

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা