অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৬ - বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৬

১. একজন ব্যক্তি বিদেশে কাজ করেন, সেই টাকা দেশে পাঠালে সে আয় কিসে অন্তর্ভুক্ত হবে না?

ক. মোট উৎপাদনে

খ. মোট অভ্যন্তরীণ উৎপাদনে

গ. রাষ্ট্রীয় সম্পদে

ঘ. ব্যক্তিগত সম্পদে

২. একজন ব্যক্তি বিদেশে চাকরি বা ব্যবসা করে অর্জিত অর্থের যে পরিমাণ অর্থ বৈধপথে বাংলাদেশে পাঠালেন, তা —

ক. জিডিপিতে অন্তর্ভুক্ত হবে

খ. জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না

গ. রাষ্ট্রীয় সম্পদে অন্তর্ভুক্ত হবে

ঘ. ব্যক্তিগত সম্পদে অন্তর্ভুক্ত হবে

৩. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার মতে, ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিমাণ কত টাকা?

ক. ৩,৭০,৭০৭ কোটি

খ. ১৩,৫০,৫০০ কোটি

গ. ২৭,৯৬,৩৭৮ কোটি

ঘ. ২৮,৭০,৭০৭ কোটি

৪. দেশে উৎপাদন বাড়লে জনগণের কোনটির ওপর প্রভাব পড়বে?

ক. খাদ্য খ. চিকিৎসা

গ. জীবনযাত্রা ঘ. কেনাকাটা

৫. বাংলাদেশের জাতীয় উৎপাদনে ২০১৮-১৯ অর্থবছরে কৃষি ও বনজ সম্পদের অবদান ছিল কত শতাংশ?

ক. ১০.১২ % খ. ১০.১৫%

গ. ১২.১১% ঘ. ১২.১৮%

৬. বাংলাদেশের জাতীয় উৎপাদনে ২০১৮-১৯ অর্থবছরে মৎস্য খাতের অবদান ছিল কত শতাংশ?

ক.৩.৫০% খ. ৩.৪৯%

গ. ৩.৭৫% ঘ. ৩.৮৫%

৭. ২০১৮-১৯ অর্থবছরে জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান ছিল কত শতাংশ?

ক. ১৮.৭৪% খ. ২০.৭৮%

গ. ২৪.০৮% ঘ. ২২.৫৫%

৮. ২০১৮-১৯ অর্থবছরে জাতীয় উৎপাদনে স্বাস্থ্য ও সামাজিক সেবা খাতের অবদান ছিল কত শতাংশ?

ক. ১.৮৯% খ. ২.২৩%

গ. ২.৭৮% ঘ. ৩.০৫%

৯. বাংলাদেশে ২০১৬-১৭ সালে ১৫ বছরের ওপরে কর্মসংস্থান ছিল কত মানুষের?

ক. ৫ কোটি ৫০ লাখ

খ. ৫ কোটি ৮০ লাখ

গ. ৬ কোটি ৩৫ লাখ

ঘ. ৮ কোটি ৫ লাখ

১০. বাংলাদেশের মানুষ দক্ষ জনসম্পদে পরিণত না হওয়ার কারণ কী?

ক. অশিক্ষা

খ. ইচ্ছার অভাব

গ. দারিদ্র্যর দুষ্টচক্র

ঘ. অসচেতনতা

সঠিক উত্তর

অধ্যায় ৬: ১.খ ২.খ ৩.গ ৪.গ ৫.খ ৬.খ ৭.গ ৮.ক ৯.গ ১০.গ

মিজানুর রহমান, শিক্ষক, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, ঢাকা

আরও পড়ুন