মমতাদি

২১. মমতাদি গলির ভেতর কত নম্বর বাড়িতে থাকে?

ক. ২৬ খ. ২৭

গ. ২৮ ঘ. ২৯

২২. মমতাদি বাড়ির কয় তলায় থাকে?

ক. চারতলায় খ. তিনতলায়

গ. দুইতলায় ঘ. একতলায়

২৩. ‘মমতাদি’ গল্পের লেখকের বাড়িতে কুটুমেরা কী কী এনেছিল?

ক. রসগোল্লা ও কালোজাম

খ. সন্দেশ ও রসগোল্লা

গ. রসগোল্লা ও সন্দেশ

ঘ. কাঁচাগোল্লা ও চমচম

২৪. মমতাদির দুচোখ সজল হয়ে উঠল কেন?

ক. ভালোবাসায় খ. শ্রদ্ধায়

গ. কৃতজ্ঞতায় ঘ. অভিমানে

২৫. মা মমতাদিকে কখন থেকে কাজে আসতে বলেছিলেন?

ক. সকাল থেকে খ. দুপুর থেকে

গ. বিকেল থেকে ঘ. সন্ধ্যা থেকে

আরও পড়ুন

এসএসসি ২০২৪ - ফিন্যান্স ও ব্যাংকিং | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

২৬. গল্পকথক মমতাদির সঙ্গে কী করতে ব্যস্ত হয়ে পড়েছিল?

ক. কথা বলতে খ. দেখা করতে

গ. ভাব করতে ঘ. খেলা করতে

২৭. ‘ভাবিস না, তোকে খুব ভালোবাসবে’—এ কথা বলার কারণ কী?

ক. মমতাদি ছেলেটিকে ভালোবাসবে

খ. ছেলেটির সব উৎকণ্ঠা দূর হবে

গ. ছেলেটি অসহায় হয়ে তাকাবে না

ঘ. ছেলেটির উপেক্ষার অপমান দূর হবে

সঠিক উত্তর

মমতাদি: ২১.খ ২২.ঘ ২৩.গ ২৪.গ ২৫.ক ২৬.গ ২৭.ঘ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

আরও পড়ুন

এসএসসি ২০২৪ - বাংলা ১ম পত্র | মমতাদি : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)