অধ্যায় ৫
১. ‘পশুর’ বাংলাদেশের কোন অঞ্চলের নদী?
ক. উত্তর-পূর্বাঞ্চল
খ. উত্তর-পশ্চিমাঞ্চল
গ. দক্ষিণ-পশ্চিমাঞ্চল
ঘ. দক্ষিণ-পূর্বাঞ্চল
২. প্রাকৃতিক সম্পদ যথেষ্ট থাকলেও কখন তা কাজে লাগানো যায় না?
ক. যদি দক্ষ জনশক্তি না থাকে
খ. যদি জনসংখ্যার ভারসাম্য না থাকে
গ. যদি জনসংখ্যা বেশি থাকে
ঘ. যদি জনসংখ্যা কম থাকে
৩. মেঘনার শাখা নদী কোনটি?
ক. তিতাস খ. আত্রাই
গ. ধরলা ঘ. কাসালং
৪. মেঘনা নদীর উত্পত্তিস্থল কোথায়?
ক. মেঘালয় খ. সিকিম
গ. নাগা মণিপুর ঘ. পশ্চিমবঙ্গ
৫. টাঙ্গাইলের শালবনের বনভূমি কোন ভূপ্রাকৃতিক অঞ্চলের অন্তর্গত?
ক. বরেন্দ্র ভূমি
খ. মধুপুর ও ভাওয়ালের সোপানভূমি
গ. দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ
ঘ. উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ
৬. বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে কোন নদী অবস্থিত?
ক. নাফ নদী খ. তিস্তা
গ. পশুর নদ ঘ. ফেনী নদী
৭. সুরমা ও কুশিয়ারার মিলিত প্রবাহের নাম কী?
ক. মেঘনা খ. তিতাস
গ. বরাক ঘ. কালনী
৮. কোন নদীটির উত্পত্তিস্থল বাংলাদেশে ও পতিত হয়েছে বঙ্গোপসাগরে?
ক. সাঙ্গু খ. নাফ
গ. মাতামুহুরী ঘ. মেঘনা
৯. বাংলাদেশের এমন একটি সম্পদ রয়েছে, যার অপব্যবহারে রাসায়নিকীকরণসহ নানা কারণে পরিবেশ ও জীবজগতের অস্তিত্ব বিপন্ন হতে পারে। সম্পদটি কী?
ক. বনজ খ. খনিজ
গ. পানি ঘ. মত্স্য
১০. বাংলাদেশের অংশে ব্রহ্মপুত্র নদের অববাহিকার আয়তন কত বর্গকিলোমিটার?
ক. ৫৫,০৪০ বর্গ কিমি
খ. ৪৪,০৩০ বর্গ কিমি
গ. ৪০,০২০ বর্গ কিমি
ঘ. ৫০,০৬০ বর্গ কিমি
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১.গ ২.ক ৩.ক ৪.গ ৫.খ ৬.ক ৭.ক ৮.গ ৯.গ ১০.খ
মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা