এসএসসি ২০২৩ - কৃষিশিক্ষা | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৭৮)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৭১. কৃষিকাজ ও কৃষিপ্রযুক্তি কী?

ক. একে অপরের পরিপূরক

খ. একে অপরের বিপরীত

গ. একে অপরের ভিন্নধর্মী

ঘ. সম্পূর্ণ আলাদা

৭২. যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয়, তাকে কী বলে?

ক. কৃষিপ্রযুক্তি খ. কৃষি যান্ত্রিকীকরণ

গ. জমি প্রস্তুতি ঘ. কৃষি আবহাওয়া

৭৩. ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম কোনটি?

ক. মাটি খ. সার

গ. বীজ ঘ. পানি

৭৪. বাংলাদেশের মাটিতে কোন নদীর পলি অনুপস্থিত?

ক. পদ্মা খ. মেঘনা

গ. ব্রহ্মপুত্র ঘ. শীতলক্ষ্যা

৭৫. খরিপ–২ মৌসুমের সময়কাল কখন?

ক. চৈত্র হতে জ্যৈষ্ঠ

খ. আষাঢ় হতে ভাদ্র

গ. আশ্বিন হতে ফাল্গুন

ঘ. জ্যৈষ্ঠ হতে শ্রাবণ

৭৬. গম চাষের জন্য আদর্শ pH মাত্রা কত?

ক. ৫.০-৬.০ খ. ৬.০-৭.০

গ. ৬.৫-৭.৫ ঘ. ৭.০-৮.০

৭৭. কোন নদীর পলিবাহিত উর্বর সমভূমিতে পাট ভালো জন্মে?

ক. পদ্মা খ. মেঘনা

গ. শীতলক্ষ্যা ঘ. তিস্তা

৭৮. অতিরিক্ত পানি কোন ফসলের জন্য ক্ষতিকর?

ক. পাট খ. গম

গ. ডাল ঘ. ধান

সঠিক উত্তর

অধ্যায় ১: ৭১.ক ৭২.ক ৭৩.ক ৭৪.ঘ ৭৫.খ ৭৬.খ ৭৭.খ ৭৮.গ

মিজান চৌধুরী, শিক্ষক, লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা