বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০) : অধ্যায় ৩ | অর্থনীতি ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

২১. জাহাজ নির্মাণ কোন শিল্পের অন্তর্ভুক্ত?

ক. বৃহৎ খ. মাঝারি

গ. ক্ষুদ্র ঘ. অতিক্ষুদ্র

২২. আমদানি-বিকল্প শিল্পের ফলে—

i. মূলধন দ্রব্যের উৎপাদন বাড়ে

ii. বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়

iii. স্বনির্ভরতা অর্জিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

নিলয় চৌধুরী লন্ডন থেকে পড়ালেখা শেষ করে দেশে ফিরে ৫০০ জনবল নিয়ে একটি পোশাক কারখানা দেন। কয়েক বছরের মধ্যেই তিনি বাইরের দেশে পণ্য রপ্তানি করা শুরু করেন।

২৩. নিলয় চৌধুরীর কারখানাটি কোন শিল্পের অন্তর্ভু​ক্ত?

ক. বৃহৎ শিল্প

খ. মাঝারি শিল্প

গ. অতিক্ষুদ্র শিল্প

ঘ. ক্ষুদ্র শিল্প

২৪. দেশে পোশাকশিল্পের অগ্রযাত্রা শুরু হয় কখন?

ক. ১৯৫২ সালে খ. ১৯৭১ সালে

গ. ১৯৭৪ সালে ঘ. ১৯৮০ সালে

উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নম্বর উত্তর দাও।

মন্দার কারণে রায়হানের চাকরি চলে যাওয়া। তখন তিনি দুশ্চিন্তায় পড়ে যান। কিছুদিন পর তিনি গ্রামে গিয়ে স্বল্প পুঁজি ও ১২ জন কর্মচারী নিয়ে একটি কারখানা তৈরি করেন। সেখানে বেত ও নারকেলের ছোবড়া দিয়ে বিভিন্ন শৌখিন জিনিস তৈরি শুরু করেন। রায়হান সেই জিনিস অনলাইনে বিক্রি করে ভালো মুনাফা অর্জন করেন।

২৫. রায়হানের শিল্পটি কোন ধরনের শিল্প?

ক. বৃহৎ শিল্প খ. মাঝারি শিল্প

গ. ক্ষুদ্র শিল্প ঘ. কুটির শিল্প

আরও পড়ুন

২৬. কোন দ্রব্যটি বাংলাদেশ রপ্তানি করে না?

ক. চা খ. তেল

গ. হিমায়িত খাদ্য ঘ. ঔষধ

২৭. পারিবারিক পরিবেশে এবং পরিবারের সদস্যদের নিয়ে যে শিল্প গড়ে ওঠে তাকে কোন ধরনের শিল্প বলা হয়?

ক. বৃহৎ শিল্প খ. পারিবারিক শিল্প

গ. কুটির শিল্প ঘ. ক্ষুদ্র শিল্প

২৮. বাংলাদেশের অর্থনীতিতে কোন শিল্পের অবদান সবচেয়ে বেশি?

ক. তৈরি পোশাক খ. চামড়া

গ. পাট ঘ. চা

২৯. কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য পায়?

ক. চীন খ. যুক্তরাষ্ট্র

গ. সৌদি আরব ঘ. জাপান

৩০. সংর​ক্ষিত শিল্পের উদাহরণ হচ্ছে—

i. অস্ত্রশস্ত্র

ii. সার শিল্প

iii. সিকিউরিটি প্রিন্টিং

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২১.ক ২২.ঘ ২৩.ক ২৪.ঘ ২৫.ঘ ২৬.খ ২৭.গ ২৮.ক ২৯.ঘ ৩০.গ

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্​, প্রভাষক, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা

আরও পড়ুন