এইচএসসি ২০২২ - ভূগোল ১ম পত্র | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৬

৩১. রোগব্যাধি ও মহামারি কী কারণে বেড়ে যেতে পারে?

ক. তাপমাত্রা বৃদ্ধিতে

খ. বায়ুপ্রবাহ বৃদ্ধিতে

গ. বৃষ্টিপাত বৃদ্ধিতে

ঘ. বায়ুর আর্দ্রতা বৃদ্ধিতে

৩২. উভয় নাতিশীতোষ্ণমণ্ডলের বিস্তৃতি কত কিলোমিটার?

ক. ৪০০০ খ. ৪৮০০

গ. ৫২০০ ঘ. ৬৪০০

৩৩. সমুদ্রপৃষ্ঠে সৃষ্ট ঘূর্ণিঝড়—

i. টাইফুন

ii. হারিকেন

iii. টর্নেডো

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৪. মৌসুমি অঞ্চলে কোন সময় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?

ক. গ্রীষ্মকালে খ. বর্ষাকালে

গ. শরৎকালে ঘ. শীতকালে

৩৫. স্পেন কোন জলবায়ুর অন্তর্ভুক্ত?

ক. মৌসুমি খ. ভূমধ্যসাগরীয়

গ. নিরক্ষীয় ঘ. মহাদেশীয়

৩৬. ৫°-১০° অক্ষাংশের মধ্যে কোন জলবায়ু দেখা যায়?

ক. নিরক্ষীয় খ. মৌসুমি

গ. ভূমধ্যসাগরীয় ঘ. তুন্দ্রা

৩৭. কোন অঞ্চলটি ‘অবসাদ অঞ্চল’ নামে পরিচিত?

ক. হিমমণ্ডল

খ. উপক্রান্তীয় চাপবলয়

গ. ক্রান্তীয়

ঘ. নিরক্ষীয়

৩৮. ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী?

ক. সারা বছর অধিক তাপ ও বৃষ্টিপাত হয়

খ. সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়

গ. সারা বছর রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া

ঘ. ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ুর দিক পরিবর্তন হয়

৩৯. মৌসুমি অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত সে.মি.?

ক. ১৫০-২০০ খ. ২০০-২৫০

গ. ২০০-৩০০ ঘ. ১২৫-২০০

৪০. নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কত ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে অবস্থিত?

ক. ৫°-১০° খ. ১০°-১৫°

গ. ১০°-২০° ঘ. ২০°-২৫°

সঠিক উত্তর

অধ্যায় ৬: ৩১.ক ৩২.খ ৩৩.ঘ ৩৪.ক ৩৫.খ ৩৬.ক ৩৭.ঘ ৩৮.গ ৩৯.ঘ ৪০.ক

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)