জীববিজ্ঞান ২য় পত্র - এইচএসসি ২০২৪

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায়–২

৫২. ঘাসফড়িংয়ের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?

ক. যৌন দ্বিরূপতা বিদ্যমান

খ. ডিম সেন্ট্রোল্যাসিয়্যাল

গ. রূপান্তর সম্পূর্ণ

ঘ. শরৎকালে ডিম দেয়

৫৩. হাইড্রার বহিঃকোষীয় পরিপাক কোথায় সংঘটিত হয়?

ক. হাইপোস্টোমে খ. কর্ষিকায়

গ. সিলেন্টেরনে ঘ. গ্যাস্ট্রোডারমিসে

৫৪. ঘাসফড়িংয়ের পরিপাকনালির ত্রিকোণাকার গঠনটির নাম কী?

ক. কোলন খ. গিজার্ড

গ. মলাশয় ঘ. পাকস্থলী

৫৫. ঘাসফড়িংয়ের ওভিপোজিটর কী কাজে ব্যবহৃত হয়?

ক. লালা নিঃসরণে খ. বর্জ্য নিষ্কাশনে

গ. শ্বসনকার্যে ঘ. ডিম্ব ত্যাগে

৫৬. রুই মাছের ‘প্রাকৃতিক প্রজননক্ষেত্র’ হিসেবে কোন নদী অন্যতম?

ক. যমুনা খ. কর্ণফুলী

গ. হালদা ঘ. পদ্মা

৫৭. নিচের কোনটি রুই মাছের ক্ষেত্রে প্রযোজ্য?

ক. সারকুলাস খ. হেটারোসার্কল

গ. ডেন্টাইন ঘ. বার্বেল

৫৮. কোন প্রাণী অযৌন ও যৌন দুভাবেই প্রজনন সম্পাদন করে?

ক. হাইড্রা খ. রুই মাছ

গ. ঘাসফড়িং ঘ. মৌমাছি

৫৯. নিচের কোনটি রুই মাছে স্পর্শ ইন্দ্রিয়ের কাজ করে?

ক. সাইক্লয়েড আঁইশ খ. কানকো

গ. পার্শ্বীয় রেখা ঘ. বায়ুথলি

৬০. রুই মাছের ফুলকা কত জোড়া?

ক. ৪ জোড়া খ. ৫ জোড়া

গ. ৬ জোড়া ঘ. ৭ জোড়া

সঠিক উত্তর

অধ্যায় ২: ৫২.গ ৫৩.গ ৫৪.খ ৫৫.ঘ ৫৬.গ ৫৭.ঘ ৫৮.ক ৫৯.গ ৬০.ক

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা