এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

২১. বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে কত সালের নির্বাচনে?

ক. ১৯৬৯ সালের খ. ১৯৭০ সালের

গ. ১৯৭১ সালের ঘ. ১৯৭২ সালের

২২. প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে বঙ্গবন্ধু কত তারিখে জাতীয় পরিষদের অধিবেশন ডাক দিতে অনুরোধ জানান?

ক. ১৫ ফেব্রুয়ারি খ. ২০ ফেব্রুয়ারি

গ. ২৫ ফেব্রুয়ারি ঘ. ২৮ ফেব্রুয়ারি

২৩. ১৯৭১ সালে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের মনোভাব ছিল—

i. গণতন্ত্র হত্যার ষড়যন্ত্র

ii. নির্বাচনের ফলাফল ভেঙে দেওয়া

iii. বাঙালির কাছে ক্ষমতা না দেওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৪. ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’— নামকরণটি কীভাবে হলো?

ক. বঙ্গবন্ধুর ভাষণের শেষ সংলাপ

খ. বঙ্গবন্ধুর দেওয়া একটি স্লোগান

গ. বঙ্গবন্ধুর লেখা একটি কবিতার চরণ

ঘ. বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে স্লোগান

২৫. ‘আমি প্রধানমন্ত্রিত্ব চাই না।’—শেখ মুজিবুর রহমান কী চান?

ক. রাষ্ট্রপতি

খ. নির্বাচন

গ. মানুষের অধিকার

ঘ. বাংলার স্বাধীনতা

আরও পড়ুন

অষ্টম শ্রেণি – ইংরেজি ২য় পত্র | Punctuation marks (43-45)

২৬. ‘আমরা যখন মরতে শিখেছি।’—এখানে ‘আমরা’ বলতে কী বোঝায়?

ক. আওয়ামী লীগের নেতাদের

খ. পূর্ব পাকিস্তানের মানুষকে

গ. পশ্চিমবঙ্গের মানুষকে

ঘ. সংগ্রামী নেতাদের

২৭. ‘১৯৫২ সালে রক্ত দিয়েছি।’— রক্ত কিসের জন্য দিয়েছে ?

ক. স্বাধীনতার জন্য খ. শিক্ষার জন্য

গ. ভাষার জন্য ঘ. নির্বাচনের জন্য

২৮. বিশ্বসভায় বাংলাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা কী?

ক. রাষ্ট্রভাষা আন্দোলনে তাঁর প্রত্যক্ষ অংশগ্রহণ

খ. ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আহ্বান

গ. জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলায় ভাষণ দান

ঘ. মাতৃভাষা আন্দোলনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া

২৯. ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো।’—বঙ্গবন্ধুর এ উক্তির মধ্যে কী প্রকাশ পেয়েছে?

ক. মুক্তিযুদ্ধে সংঘবদ্ধ হওয়ার দৃঢ় আহ্বান

খ. যুদ্ধের জন্যে দুর্গের প্রয়োজনীয়তা

গ. বাড়িতে দুর্গ হলে জয় অনিবার্য

ঘ. দুর্গ তৈরি ছাড়া যুদ্ধ অসম্ভব

৩০. বঙ্গবন্ধু আহ্বান করেছিলেন—

i. ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলতে

ii. যার যা আছে, তা দিয়েই শত্রুর মোকাবিলা করতে

iii. সব ধরনের যোগাযোগব্যবস্থা বন্ধ করে দিতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম: ২১.খ ২২.ক ২৩.ঘ ২৪.ক ২৫.গ ২৬.খ ২৭.গ ২৮.গ ২৯.ক ৩০.ঘ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

আরও পড়ুন

অষ্টম শ্রেণি – বাংলা | এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম - বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)