এসএসসি ২০২৩ - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১৪

৫১. গণতন্ত্রকে সর্বোৎকৃষ্ট শাসনব্যবস্থা বলার কারণ—

i. শাসনে জনগণের অংশগ্রহণ থাকে

ii. জনপ্রতিনিধির মাধ্যমে দেশ শাসন করা হয়

iii. রাষ্ট্রপতি দেশ শাসন করেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫২. ১৯৭২ সালের সংবিধানের মূলনীতি ছিল—

i. গণতন্ত্র

ii. জাতীয়তাবাদ

iii. ধর্মনিরপেক্ষতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৩. বঙ্গবন্ধু কৃষিব্যবস্থার উন্নয়নের জন্য—

i. ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেন

ii. সর্বাধিক ১০০ বিঘা পর্যন্ত জমির মালিকানা নির্ধারণ করেন

iii. ২২ লাখের বেশি কৃষক পরিবারের পুনর্বাসন করেন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে প্রবৃদ্ধির হার শতকরা কত ভাগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল?

ক. ৩ থেকে ৫.৫%

খ. ৩ থেকে ৬%

গ. ৩.৫ থেকে ৭%

ঘ. ৪ থেকে ৬.৫%

৫৫. প্রথম পাঁচসালা পরিকল্পনার উদ্দেশ্য ছিল—

i. খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন

ii. অর্থনৈতিক উন্নয়ন

iii. ক্রমান্বয়ে বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীলতা হ্রাস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৬. বঙ্গবন্ধু জাতিসংঘে কোন ভাষায় ভাষণ দেন?

ক. বাংলায় খ. ইংরেজিতে

গ. উর্দুতে ঘ. আরবিতে

৫৭. বাংলাদেশ কোন তারিখে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

ক. ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর

খ. ১৯৭৫ সালের ১৭ সেপ্টেম্বর

গ. ১৯৭৬ সালের ২৭ সেপ্টেম্বর

ঘ. ১৯৭৭ সালের ২৫ সেপ্টেম্বর

৫৮. জাতিসংঘ কত সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?

ক. ১৯৭১ খ. ১৯৭২

গ. ১৯৭৩ ঘ. ১৯৭৪

৫৯. বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ সভায় ভাষণ দেন কোন তারিখে?

ক. ১৯৭২ সালের ১২ মে

খ. ১৯৭৩ সালের ২৪ জুন

গ. ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর

ঘ. ১৯৭৫ সালের ১৫ সেপ্টেম্বর

৬০. ‘আমরা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সুইজারল্যান্ড হিসেবে গড়ে তুলতে চাই।’—উক্তিটি কার?

ক. মওলানা ভাসানীর

খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের

গ. তাজউদ্দীন আহমদের

ঘ. সৈয়দ নজরুল ইসলামের

সঠিক উত্তর

অধ্যায় ১৪: ৫১.ক ৫২.ঘ ৫৩.ঘ ৫৪.ক ৫৫.ঘ ৫৬.ক ৫৭.ক ৫৮.ঘ ৫৯.গ ৬০.খ

কাজী মনজুরুল ইসলাম, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)