পৌরনীতি ও নাগরিকতা - এসএসসি পরীক্ষা ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

প্রিয় এসএসসি ২০২৪ পরীক্ষার্থী, পৌরনীতি ও নাগরিকতা পরীক্ষা উপলক্ষে শেষ মুহুর্তে দেখে নাও অধ্যায় ১, অধ্যায় ২, অধ্যায় ৩ ও অধ্যায় ৪ থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন।

অধ্যায় ১

১. রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য উপাদান কোনটি?

ক. ভূখণ্ড খ. সরকার

গ. সার্বভৌমত্ব ঘ. জনসমষ্টি

২. ‘Civitas’ শব্দের অর্থ কী?

ক. পৌরনীতি খ. নগররাষ্ট্র

গ. নাগরিক ঘ. নাগরিকতা

৩. নাগরিকের আচরণ ও কার্যাবলি নিয়ে আলোচনা করা কোন বিষয়ের অন্তর্ভুক্ত?

ক. ইতিহাস

খ. সমাজবিজ্ঞান

গ. পৌরনীতি ও নাগরিকতা

ঘ. সমাজবিজ্ঞান

৪. রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে কী বলা হয়?

ক. রাষ্ট্রীয় সম্মান খ. মূল্যবোধ

গ. রাষ্ট্রীয় খেতাব ঘ. নাগরিকতা

৫. পৌরনীতি কোন বিজ্ঞানের অংশ?

ক. সামাজিক বিজ্ঞান

খ. নৃবিজ্ঞান

গ. পদার্থবিজ্ঞান

ঘ. চিকিৎসাবিজ্ঞান

৬. বাংলাদেশে কত বছরের নিচের নাগরিকদের অপ্রাপ্তবয়স্ক ধরা হয়?

ক. ১৬ বছরের

খ. ১৭ বছরের

গ. ১৮ বছরের নিচের

ঘ. ১৯ বছরের

৭. বিষয়বস্তুর দৃষ্টিকোণ থেকে পৌরনীতিকে কয়টি অর্থে আলোচনা করা হয়?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৬টি

৮. পৌরনীতির মূল বিষয়বস্তু কোনটি?

ক. সাম্য খ. নাগরিক

গ. রাজনীতি ঘ. স্বাধীনতা

৯. নাগরিকের কোন বিষয়টি পৌরনীতির প্রধান আলোচ্য?

ক. স্বাস্থ্য ও শিক্ষা

খ. অধিকার ও কর্তব্য

গ. জাতীয় ও আন্তর্জাতিক বিষয়

ঘ. অতীত ও বর্তমান

১০. কোনটি স্থানীয় প্রতিষ্ঠান?

ক. আইন বিভাগ খ. শাসন বিভাগ

গ. বিচার বিভাগ ঘ. ইউনিয়ন পরিষদ

১১. আমাদের বসবাসের এলাকা কেন্দ্র করে কোনটি গড়ে ওঠে?

ক. আঞ্চলিক প্রতিষ্ঠান

খ. আন্তর্জাতিক প্রতিষ্ঠান

গ. জাতীয় প্রতিষ্ঠান

ঘ. স্থানীয় প্রতিষ্ঠান

১২. আমাদের দেশে কাদের মধ্যে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়?

ক. মণিপুরি খ. চাকমা

গ. গারো ঘ. সাঁওতাল

১৩. বাংলাদেশে কোন ধরনের পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে?

ক. যৌথ খ. একক

গ. বহুপত্নীক ঘ. একপত্নীক

১৪. পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান?

ক. সাংস্কৃতিক খ. সামাজিক

ঘ. অর্থনৈতিক ঘ. রাজনৈতিক

১৫. ‘সন্তান জন্মদান ও লালন-পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে।’

— এ উক্তিটি কার?

ক. জিন্সবার্গের

খ. আর এম ম্যাকাইভারের

গ. গার্নারের

ঘ. উইলসনের

১৬. পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?

ক. ২ শ্রেণিতে খ. ৩ শ্রেণিতে

গ. ৪ শ্রেণিতে ঘ. ৫ শ্রেণিতে

১৭. কোন পরিবারে একজন স্ত্রী একাধিক স্বামী গ্রহণ করে পরিবার গঠন করে?

ক. একপত্নীক খ. বহুপত্নীক

গ. বহুপতি ঘ. একক

১৮. বংশগণনা ও নেতৃত্বের ভিত্তিতে পরিবারের প্রকার হলো—

i. পিতৃতান্ত্রিক

ii. মাতৃতান্ত্রিক

iii. বহুপত্নীক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯. পরিবারের শ্রেণিবিভাগ করা হয় যে নীতির ভিত্তিতে—

i. বংশগণনা ও নেতৃত্ব

ii. পারিবারিক কাঠামো

iii. বৈবাহিক সূত্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. কোনটি শাশ্বত বিদ্যালয়?

ক. সমাজ খ. পরিবার

গ. কলেজ ঘ. স্কুল

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.খ ২.খ ৩.গ ৪.ঘ ৫.ক ৬.গ ৭.ক ৮.খ ৯.খ ১০.ঘ ১১.ঘ ১২.গ ১৩.খ ১৪.খ ১৫.খ ১৬.ক ১৭.গ ১৮.ক ১৯.ঘ ২০.খ

অধ্যায় ২

১. একজন নাগরিকের বন্ধু ও পথপ্রদর্শক কে?

ক. সরকার খ. রাষ্ট্র

গ. রাজনৈতিক নেতা ঘ. আমলাগণ

২. কোন প্রতিষ্ঠান নাগরিকের অধিকার প্রদান করে?

ক. পরিবার খ. জাতীয় সংসদ

গ. রাষ্ট্র ঘ. সচিবালয়

৩. নাগরিকের রাজনৈতিক অধিকার কোনটি?

ক. জীবনধারণের অধিকার

খ. চলাফেরা করার অধিকার

গ. নির্বাচনের অধিকার

ঘ. কর্মের অধিকার

৪. রাজনৈতিক অধিকার কোন জাতীয় অধিকার?

ক. নৈতিক খ. জাতীয়

গ. আইনগত ঘ. ব্যক্তিগত

৫. ‘সরকারি চাকরি লাভ’—কোন ধরনের অধিকার?

ক. রাজনৈতিক খ. সামাজিক

গ. আইনগত ঘ. সাংস্কৃতিক

৬. মানবাধিকারের বৈশিষ্ট্য কোনটি?

ক. ব্যক্তির সর্বজনীন কর্তব্য

খ. ব্যক্তির একান্ত গুণ

গ. হস্তান্তরযোগ্যতা

ঘ. মানুষের জন্মগত অধিকার

৭. জরুরি অবস্থা জারি করলে কী হয়?

ক. মৌলিক অধিকার লোপ পায়

খ. ন্যায্য মজুরি লাভ হয়

গ. স্বাধীনভাবে চলাফেরা করা যায়

ঘ. আইন মান্য করা হয়

৮. নাগরিক অধিকারের মাধ্যমে ব্যক্তির—

i. ব্যক্তিত্বের বিকাশ ঘটে

ii. সর্বজনীন কল্যাণ সাধিত হয়

iii. স্বজনপ্রীতি বেড়ে যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. তথ্য অধিকার অর্থ কী?

ক. সঠিকভাবে তথ্য উপস্থাপনের অধিকার

খ. তথ্য বিভ্রাট করার অধিকার

গ. তথ্য গোপন করার অধিকার

ঘ. কোনো কর্তৃপক্ষের নিকট থেকে তথ্যপ্রাপ্তির অধিকার

১০. তথ্য অধিকার আইনের আওতার বাইরে থাকে কোনটির প্রতিলিপি?

ক. দলিল

খ. অঙ্কিত চিত্র

গ. দাপ্তরিক নোট শিট

ঘ. আলোকচিত্র

১১. তথ্য হচ্ছে—

i. কোনো প্রতিষ্ঠানের গঠন কাঠামো

ii. কোনো প্রতিষ্ঠানের হিসাব বিবরণী

iii. কোনো প্রতিষ্ঠানের তথ্য–উপাত্ত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২. রাষ্ট্র নাগরিকদের অনুগত ও দায়িত্বশীল করে তোলে কীভাবে?

ক. অধিকার প্রদানের মাধ্যমে

খ. বলপ্রয়োগের মাধ্যমে

গ. অর্থের বিনিময়ে

ঘ. নৈতিকতার মাধ্যমে

১৩. অধিকার ভোগ করতে গিয়ে নাগরিকেরা যেসব দায়িত্ব পালন করেন, তাকে কী বলে?

ক. নাগরিকতা খ. সামাজিকতা

গ. কর্তব্য ঘ. নৈতিকতা

১৪. নাগরিকের কর্তব্য প্রধানত কত প্রকার?

ক. দুই প্রকার খ. তিন প্রকার

গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার

১৫. রাষ্ট্রের আইন দ্বারা স্বীকৃত থাকে কোন ধরনের কর্তব্য?

ক. সামাজিক খ. নৈতিক

গ. আইনগত ঘ. অর্থনৈতিক

১৬. রাষ্ট্র ও নাগরিকদের কল্যাণের জন্য অপরিহার্য কোনটি?

ক. নৈতিক কর্তব্য পালন করা

খ. আনুগত্য প্রদর্শন করা

গ. আইনগত কর্তব্য পালন করা

ঘ. সংহতি প্রকাশ করা

১৭. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ নাগরিকের কোন ধরনের কর্তব্য?

ক. নৈতিক খ. ব্যক্তিগত

গ. আইনগত ঘ. অর্থনৈতিক

১৮. কোন কর্তব্য পালনে ব্যর্থ হলে নাগরিককে শাস্তি পেতে হয়?

ক. সামাজিক খ. রাজনৈতিক

গ. অর্থনৈতিক ঘ. আইনগত

১৯. কে নাগরিকদের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ কর আরোপ করে?

ক. সমাজ খ. সরকার

গ. জনগণ ঘ. রাষ্ট্র

২০. নাগরিকদের বিবেক ও সামাজিক ন্যায়বোধ থেকে সৃষ্টি হওয়াকে কী ধরনের কর্তব্য বলা হয়?

ক. আইনগত খ. নৈতিক

গ. মানবিক ঘ. সামাজিক

সঠিক উত্তর

অধ্যায় ২: ১.খ ২.গ ৩.গ ৪.গ ৫.ক ৬.ঘ ৭.ক ৮.ক ৯.ঘ ১০.গ ১১.ঘ ১২.ক ১৩.গ ১৪.ক ১৫.গ ১৬.গ ১৭.গ ১৮.ঘ ১৯.খ ২০.খ

অধ্যায় ৩

১. আইনের মূল কথা কোনটি?

ক. আইনের চোখে সবাই সমান

খ. বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে

গ. ব্যক্তিস্বাধীনতা রক্ষক

ঘ. রীতিনীতির সঙ্গে সম্পর্কযুক্ত

২. রাষ্ট্র আইন প্রণয়ন করে কেন?

ক. নাগরিকের সুখ–শান্তির জন্য

খ. বৈদেশিক বাণিজ্যের জন্য

গ. শত্রুর মোকাবিলা করতে

ঘ. প্রবৃদ্ধি অর্জন করতে

৩. আইনের শাসনের তাৎপর্যগত দিক কোনটি?

ক. আইনের দৃষ্টিতে সবাই সমান

খ. বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে

গ. ব্যক্তিস্বাধীনতার রক্ষক

ঘ. রীতিনীতির সঙ্গে সম্পর্কযুক্ত

৪. আইন ছাড়া সমাজে কোনটি প্রতিষ্ঠা করা অসম্ভব?

ক. সাম্য খ. মানবিকতা

গ. কর্তৃত্ব ঘ. নৈতিকতা

৫. আইনের মূল উদ্দেশ্য বিশ্লেষণ করলে কী পাওয়া যায়?

ক. স্বাধীনতা অর্জন

খ. সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন

গ. অপরাধীকে শাস্তি দেওয়া

ঘ. সাম্য প্রতিষ্ঠা

৬. রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের কোনটি জানা আবশ্যক বলে তোমার মনে হয়?

ক. স্রষ্টার ক্ষমতা

খ. নাগরিক জীবনে আইনের শাসনের গুরুত্ব

গ. সামাজিক প্রথা

ঘ. ধর্মীয় বিধিবিধান

৭. ‘সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হচ্ছে আইন’—কে বলেছেন?

ক. অ্যারিস্টটল খ. অধ্যাপক হল্যান্ড

গ. গার্নার ঘ. স্যামন্ড

৮. ‘আইন হচ্ছে সেই সাধারণ নিয়ম, যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োগ ও বলবৎ করা হয়’— কে বলেছেন?

ক. অ্যারিস্টটল খ. অধ্যাপক হল্যান্ড

গ. স্যামন্ড ঘ. নার্কস

৯. ‘আইন হলো ন্যায় প্রতিষ্ঠায় রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও প্রয়োগকৃত নীতিমালা’— কে বলেছেন?

ক. লাস্কি খ. স্যামন্ড

গ. গার্নার ঘ. অধ্যাপক হল্যান্ড

১০. সমাজ স্বীকৃত ও রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়মকানুনকে কী বলে?

ক. স্বাধীনতা খ. সাম্য

গ. আইন ঘ. সংবিধান

১১. কোনটি কতগুলো প্রথা, রীতিনীতি এবং নিয়মকানুনের সমষ্টি?

ক. স্বাধীনতা খ. সাম্য

গ. অধিকার ঘ. আইন

১২. কোনটি মানুষের বাহ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করে?

ক. স্বাধীনতা খ. আইন

গ. নৈতিকতা ঘ. সাম্য

১৩. আইন কিসের রক্ষক হিসেবে কাজ করে?

ক. সরকারের খ. রাষ্ট্রের

গ. ব্যক্তিস্বাধীনতার ঘ. জনগণের

১৪. কোনটিকে ব্যক্তিস্বাধীনতার ভিত্তি বলা হয়?

ক. আইনকে খ. সরকারকে

গ. রাষ্ট্রকে ঘ. প্রশাসনকে

১৫. আইনের মূলকথার মধ্যে কোন বিষয়টি ফুটে ওঠে?

ক. সাম্প্রদায়িকতা খ. সর্বজনীন

গ. আভিজাত্য ঘ. পক্ষপাতিত্ব

১৬. নাগরিকদের জন্য আইন প্রণয়ন করে কে?

ক. আমলারা খ. সচিবালয়

গ. মন্ত্রণালয় ঘ. আইনসভা

১৭. দেশের আইন প্রয়োগ করে কোনটি?

ক. আইন বিভাগ

খ. নির্বাহী বিভাগ

গ. বিচার বিভাগ

ঘ. সামরিক বাহিনী

১৮. আইনকে পরিবর্তনশীল হতে হবে—

i. দেশ ভেদে

ii. কাল ভেদে

iii. সময় ভেদে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯. আইনের শাসন বলতে বোঝায়—

i. আইনের দৃষ্টিতে সবাই সমান

ii. প্রভাবশালী ব্যক্তিরা আইনের ঊর্ধ্বে

iii. সবাই সমানভাবে আইনের অধীন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. ফৌজদারি আইন প্রণয়ন করা হয় কেন?

ক. রাষ্ট্রের বিচারকাজ পরিচালনার জন্য

খ. ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য

গ. প্রশাসনিক কাজ পরিচালনার জন্য

ঘ. অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষার জন্য

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১.ক ২.ক ৩.ক ৪.ক ৫.ঘ ৬.খ ৭.ক ৮.খ ৯.খ ১০.গ ১১.ঘ ১২.খ ১৩.গ ১৪.ক ১৫.খ ১৬.ঘ ১৭.খ ১৮.ঘ ১৯.খ ২০.ক

অধ্যায় ৪

১. রাষ্ট্রের মুখপাত্র হিসেবে ‘দেশ পরিচালনা’ করেন কে?

ক. সরকার খ. জনগণ

গ. সুশীল সমাজ ঘ. সেনাবাহিনী

২. কোনটি ‘সার্বভৌম ও সর্বোচ্চ’ ক্ষমতার অধিকারী?

ক. আমলাতন্ত্র

খ. রাষ্ট্র

গ. চাপ সৃষ্টিকারী গোষ্ঠী

ঘ. রাজনৈতিক দল

৩. মূলত কাদের দ্বারা একটি দেশের শাসনব্যবস্থা পরিচালিত হয়?

ক. সরকার খ. জনগণ

গ. সেনাবাহিনী ঘ. সচিব

৪. কিসের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাষ্ট্র ও সরকারের পরিবর্তন হয়?

ক. সময়ের খ. মন্ত্রিসভার

গ. সংবিধানের ঘ. ক্ষমতার

৫. অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রকে কোন দুই ভাগে ভাগ করা হয়েছে?

ক. পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক

খ. রাজতন্ত্র ও প্রজাতন্ত্র

গ. সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত

ঘ. গণতান্ত্রিক ও একনায়কতান্ত্রিক

৬. কোন ধরনের রাষ্ট্রে নাগরিকেরা সম্পদের মালিকানা ও ভোগের ক্ষেত্রে স্বাধীন?

ক. পুঁজিবাদী খ. সমাজতান্ত্রিক

গ. একনায়কতান্ত্রিক ঘ. সামরিক

৭. রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?

ক. স্বেচ্ছাচারী খ. পূর্ণাঙ্গ ও স্থায়ী

গ. ত্রুটিপূর্ণ ঘ. সামাজিক

৮. বিরোধী মতপ্রকাশের সুযোগ থাকে না কোন রাষ্ট্রব্যবস্থায়?

ক. পুঁজিবাদী খ. সমাজতান্ত্রিক

গ. গণতান্ত্রিক ঘ. ধনতান্ত্রিক

৯. কোন শাসনব্যবস্থায় রাষ্ট্রের শাসনক্ষমতা সমাজের সব সদস্য তথা জনগণের হাতে ন্যস্ত থাকে?

ক. সমাজতান্ত্রিক খ. পুঁজিবাদী

গ. স্বৈরতান্ত্রিক ঘ. গণতান্ত্রিক

১০. জনগণের মতপ্রকাশ ও সরকারের সমালোচনা করার সুযোগ থাকে কোন ধরনের রাষ্ট্রে?

ক. পুঁজিবাদী রাষ্ট্রে খ. সমাজতান্ত্রিক রাষ্ট্রে

গ. গণতান্ত্রিক রাষ্ট্রে ঘ. রাজতান্ত্রিক রাষ্ট্রে

১১. কোন শাসনব্যবস্থায় ব্যক্তিস্বাধীনতার বিকাশ ঘটে?

ক. সমাজতান্ত্রিক খ. রাজতান্ত্রিক

গ. গণতান্ত্রিক ঘ. একনায়কতান্ত্রিক

১২. কোন রাষ্ট্রব্যবস্থায় জনগণের আস্থার ওপর সরকারের স্থায়িত্ব নির্ভর করে?

ক. গণতন্ত্র খ. রাজতন্ত্র

গ. একনায়কতন্ত্র ঘ. স্বৈরতন্ত্র

১৩. গণতন্ত্রের বাহন কোনটি?

ক. আইনের শাসন খ. অর্থনৈতিক সাম্য

গ. পরমতসহিষ্ণুতা ঘ. নির্বাচন

১৪. কোনটি নমনীয় শাসনব্যবস্থা?

ক. গণতন্ত্র খ. একনায়কতন্ত্র

গ. রাজতন্ত্র ঘ. সমাজতন্ত্র

১৫. ‘গণতন্ত্রের প্রাণ’ কোনটি?

ক. আইনের শাসন খ. নির্বাচন

গ. রাজনৈতিক দল ঘ. বিরোধী দল

১৬. কোন রাষ্ট্রে নিয়মতান্ত্রিক পন্থায় সরকারের পরিবর্তন হয়?

ক. রাজতান্ত্রিক খ. স্বৈরতান্ত্রিক

গ. গণতান্ত্রিক ঘ. সমাজতান্ত্রিক

১৭. কীভাবে গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতার পরিবর্তন হয়?

ক. অভিশংসনের মাধ্যমে খ. গণ–অভ্যুত্থানে

গ. নিয়মতান্ত্রিক পন্থায় ঘ. সামরিক অভ্যুত্থানে

১৮. গণতান্ত্রিক রাষ্ট্রে কতটি রাজনৈতিক দল থাকে?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি ঘ. একাধিক

১৯. মার্কিন যুক্তরাষ্ট্র কোন ধরনের রাষ্ট্র?

ক. গণতান্ত্রিক খ. একনায়কতান্ত্রিক

গ. সমাজতান্ত্রিক ঘ. রাজতান্ত্রিক

২০. কোন ধরনের রাষ্ট্রব্যবস্থায় নাগরিকের অধিকার সংরক্ষিত হয়?

ক. গণতান্ত্রিক খ. রাজতান্ত্রিক

গ. স্বৈরতান্ত্রিক ঘ. একনায়কতান্ত্রিক

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১.ক ২.খ ৩.ক ৪.ক ৫.ক ৬.ক ৭.খ ৮.খ ৯.ঘ ১০.গ ১১.গ ১২.ক ১৩.ঘ ১৪.ক ১৫.ক ১৬.গ ১৭.গ ১৮.ঘ ১৯.ক ২০.ক

শামীমা ইয়াসমিন, প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা