এইচএসসি ২০২৩ - অর্থনীতি ১ম পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৩১. কোন বাজারে AR > MR?

ক. আঞ্চলিক বাজারে

খ. জাতীয় বাজারে

গ. পূর্ণ–প্রতিযোগিতায়

ঘ. অপূর্ণ–প্রতিযোগিতায়

৩২. তৈরি পোশাকের বাজার কোন বাজারের অন্তর্ভুক্ত?

ক. আঞ্চলিক বাজার

খ. জাতীয় বাজার

গ. আন্তর্জাতিক বাজার

ঘ. স্থানীয় বাজার

৩৩. সরকারের কোন নীতির কারণে বাজার সংকীর্ণ হয়?

ক. রাজস্ব নীতি খ. বাণিজ্য নীতি

গ. আর্থিক নীতি ঘ. বাজার নীতি

৩৪. এক ক্রেতার বাজারকে কী বাজার বলা হয়?

ক. মনোপলি খ. মনোপসনি

গ. ডুয়োপলি ঘ. অলিগোপলি

৩৫. প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কত প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

আরও পড়ুন

৩৬. কয়েক ঘণ্টা স্থায়ী এমন বাজারকে কী বাজার বলে?

ক. আঞ্চলিক বাজার খ. স্থায়ী বাজার

গ. দীর্ঘকালীন বাজার ঘ. অতি স্বল্পকালীন বাজার

৩৭. কোন বাজারে AR = MR?

ক. আঞ্চলিক বাজারে

খ. জাতীয় বাজারে

গ. পূর্ণপ্রতিযোগিতায়

ঘ. অপূর্ণ প্রতিযোগিতায়

৩৮. কোন বাজারের পণ্য সমজাতীয়?

ক. পূর্ণপ্রতিযোগিতা

খ. অপূর্ণ প্রতিযোগিতা

গ. একচেটিয়া

ঘ. অলিগোপলি

৩৯. যে বাজারে ক্রেতা ও বিক্রেতার সংখ্যা অসংখ্য, তাকে কী বলে?

ক. পূর্ণপ্রতিযোগিতা

খ. অপূর্ণ প্রতিযোগিতা

গ. মনোপলি

ঘ. অলিগোপলি

৪০. মোট আয় ও মোট ব্যয় সমান হলে কোন ধরনের মুনাফা অর্জিত হয়?

ক. সর্বোচ্চ খ. সর্বনিম্ন

গ. স্বাভাবিক ঘ. অস্বাভাবিক

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩১.ঘ ৩২.গ ৩৩.গ ৩৪.খ ৩৫.ক ৩৬.ঘ ৩৭.গ ৩৮.ক ৩৯.ক ৪০.গ

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্​, প্রভাষক, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা

আরও পড়ুন