এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ৮ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৮

১১. প্রতিবছর সমান হারে অবচয় ধার্য করা হয় কোন পদ্ধতিতে?

ক. উৎপাদন একক পদ্ধতি

খ. স্থির কিস্তি পদ্ধতি

গ. ক্রমহ্রাসমান জের পদ্ধতি

ঘ. কর্মঘণ্টা পদ্ধতি

১২. একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতির অবচয় কোন প্রকারের ব্যয়?

ক. মুনাফাজাতীয় ব্যয়

খ. মূলধনজাতীয় ব্যয়

গ. বিলম্বিত মূলধনজাতীয় ব্যয়

ঘ. বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়

১৩. অবচয়কে সরাসরি সম্পত্তি থেকে বাদ দিয়ে দেখানো হলে অবচয়কে হিসাবভুক্ত করার জন্য জাবেদা কী হবে?

ক. নগদান হিসাব ডে. অবচয় হিসাব ক্রে.

খ. অবচয় হিসাব ডে. সম্পত্তি হিসাব ক্রে.

গ. সম্পত্তি হিসাব ডে. অবচয় হিসাব ক্রে.

ঘ. অবচয় হিসাব ডে. অবচয় সঞ্চিতি হিসাব ক্রে.

১৪. অবচয়কে আয় বিবরণী হিসেবে স্থানান্তর করার জন্য জাবেদা কী হবে?

ক. অবচয় হিসাব ডে. আয় বিবরণী হিসাব ক্রে.

খ. আয় বিবরণী হিসাব ডে. অবচয় হিসাব ক্রে.

গ. আয় বিবরণী হিসাব ডে. নগদান হিসাব ক্রে.

ঘ. অবচয় হিসাব ডে. সম্পত্তি হিসাব ক্রে.

১৫. অবচয় কোন ধরনের প্রক্রিয়া?

ক. ক্রয়মূল্য বণ্টনের প্রক্রিয়া

খ. সম্পত্তির হ্রাস–বৃদ্ধি মূল্যায়নের প্রক্রিয়া

গ. ব্যাংক জমাকরণের প্রক্রিয়া

ঘ. মূল্য বিশ্লেষণের প্রক্রিয়া

১৬. প্রতিবছর পূর্ববর্তী বছরের অবচয় বাদ দিয়ে অবশিষ্ট সম্পত্তির মূল্যের ওপর শতকরা যে অবচয় নির্ণয় করা হয়, তাকে কী বলা হয়?

ক. উৎপাদন একক পদ্ধতি

খ. ক্রমহ্রাসমান জের পদ্ধতি

গ. পুনর্মূল্যায়ন পদ্ধতি

ঘ. স্থির কিস্তি পদ্ধতি

১৭. যে পদ্ধতিতে সম্পত্তির মূল্য হিসাব বছর শেষে পুনর্মূল্যায়ন করা হয় এবং বছর শেষে সরলরৈখিক মূল্য বছরের প্রারম্ভিক মূল্য থেকে বাদ দিয়ে অবচয় নির্ণয় করা হয়, তাকে কী বলে?

ক. ক্রমহ্রাসমান জের পদ্ধতি

খ. পুনর্মূল্যায়ন পদ্ধতি

গ. স্থির কিস্তি পদ্ধতি

ঘ. বিমা কিস্তি পদ্ধতি

১৮. চীনা মাটির দ্রব্যের অবচয় ধার্য করার ক্ষেত্রে প্রযোজ্য কোন পদ্ধতি?

ক. স্থির কিস্তি পদ্ধতি

খ. ক্রমহ্রাসমান জের পদ্ধতি

গ. পুনর্মূল্যায়ন পদ্ধতি

ঘ. বিমা কিস্তি পদ্ধতি

১৯. নিচের কোন পদ্ধতিতে স্থায়ী সম্পত্তি ক্রয় বাবদ অর্থ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়?

ক. বার্ষিক সম কিস্তি পদ্ধতিতে

খ. বিমা কিস্তি পদ্ধতিতে

গ. উৎপাদন একক পদ্ধতিতে

ঘ. স্থির কিস্তি পদ্ধতিতে

২০. সাধারণত উৎপাদনকারী প্রতিষ্ঠানে কোন পদ্ধতি বেশি ব্যবহৃত থেকে দেখা যায়?

ক. প্রতিস্থাপন ব্যয় পদ্ধতিতে

খ. যান্ত্রিক ঘণ্টার হার পদ্ধতি

গ. ক্ষয়ানুপাতিক পদ্ধতি

ঘ. স্থির কিস্তি পদ্ধতি

সঠিক উত্তর

অধ্যায় ৮: ১১.ঘ ১২.ক ১৩.খ ১৪.খ ১৫.ক ১৬.খ ১৭.খ ১৮.গ ১৯.ক ২০.গ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)