ষষ্ঠ শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ৩ - বাংলা শব্দের শ্রেণীকরণ

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৩

মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য আমরা বাক্যের ব্যবহার করি। বাক্যগুলো নানা শ্রেণির বা নানা রকমের শব্দ দিয়ে গঠিত হয়। বাংলা ভাষার বিশাল শব্দের ভান্ডার আছে। সুবিধার জন্য এই শব্দগুলোকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে। এতে বাক্যে বিভিন্ন শ্রেণির শব্দ শনাক্ত করতে পারা যায়, পদ অনুসারে শব্দের ব্যবহারে পার্থক্য করা যায় এবং বাক্যে বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করতে সহজ হয়। সামনে আমরা বাংলা ভাষার বিভিন্ন শ্রেণির শব্দ সম্পর্কে জানব।

প্রিয় শিক্ষার্থী, নিচের নমুনা থেকে নাম বোঝায় এমন শব্দগুলো এখন তোমরা খুঁজে বের করো।

হাবিব সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছাল। সে রবিবার রাতের ট্রেনে তার বড় বোনের সঙ্গে রাজশাহী থেকে রওনা দিয়েছিল। এই প্রথম সে ঢাকায় এসেছে। কমলাপুর রেলস্টেশন থেকে বোনের বাসায় যাওয়ার পথে ফ্লাইওভার দেখে হাবিব অবাক হয়ে গেল। এটাকে তার মনে হলো দোতলা রাস্তা। বোনের বাসার কাছে রাস্তার পাশে একটি ফুলের দোকান। সেখানে রজনীগন্ধা, গোলাপ, গাঁদাসহ নানা রকম ফুল থরে থরে সাজানো রয়েছে। তার ঠিক পাশেই একটা ফলের দোকান। সেখান থেকে বড় বোন কিছু পেয়ারা কিনল। ঘরে ঢোকার পর পরিবারের সবার সঙ্গে কুশল বিনিময় হলো। টেবিলে নাশতা দেওয়া ছিল। হাত-মুখ ধুয়ে সে নাশতা করতে বসল। সেদিন ছিল বাংলাদেশ দলের ক্রিকেট খেলা। তাই খাওয়া শেষ করেই টেলিভিশনের সামনে গিয়ে বসল। ভ্রমণের কারণে হাবিব কিছুটা ক্লান্ত ছিল, তবে সব মিলিয়ে তার খুব আনন্দ হচ্ছিল।

নমুনা উত্তর:

হাবিব সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছাল। সে রবিবার রাতের ট্রেনে তার বড় বোনের সঙ্গে রাজশাহী থেকে রওনা দিয়েছিল। এই প্রথম সে ঢাকায় এসেছে। কমলাপুর রেলস্টেশন থেকে বোনের বাসায় যাওয়ার পথে ফ্লাইওভার দেখে হাবিব অবাক হয়ে গেল। এটাকে তার মনে হলো দোতলা রাস্তা । বোনের বাসার কাছে রাস্তার পাশে একটি ফুলের দোকান। সেখানে রজনীগন্ধা, গোলাপ, গাঁদাসহ নানা রকম ফুল থরে থরে সাজানো রয়েছে। তার ঠিক পাশেই একটা ফলের দোকান। সেখান থেকে বড় বোন কিছু পেয়ারা কিনল। ঘরে ঢোকার পর পরিবারের সবার সঙ্গে কুশল বিনিময় হলো। টেবিলে নাশতা দেওয়া ছিল। হাত-মুখ ধুয়ে সে নাশতা করতে বসল। সেদিন ছিল বাংলাদেশ দলের ক্রিকেট খেলা। তাই খাওয়া শেষ করেই টেলিভিশনের সামনে গিয়ে বসল। ভ্রমণের কারণে হাবিব কিছুটা ক্লান্ত ছিল, তবে সব মিলিয়ে তার খুব আনন্দ হচ্ছিল।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা