হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা - এসএসসি ২০২৪

পূর্ণাঙ্গ সিলেবাস অনুসারে

অধ্যায় ৩,অধ্যায় ৪

অধ্যায় ৩

১. গৃহে প্রবেশের সময় কোন দেবতার পূজা অবশ্য করণীয়?

ক. ব্রহ্মার খ. নারায়ণের

গ. শিবের ঘ. ইন্দ্রের

২. চৈত্রসংক্রান্তির প্রধান উত্সব কোনটি?

ক. জামাই ষষ্ঠী খ. দোলযাত্রা

গ. দীপাবলি ঘ. শিব পূজা

৩. বাংলা মাসের শেষ দিনকে কী বলা হয়?

ক. নববর্ষ খ. সংক্রান্তি

গ. দোলপূর্ণিমা ঘ. সমাপ্তি

৪. শিব পূজার অপর নাম কী?

ক. নীল পূজা খ. চরক পূজা

গ. গণেশ পূজা ঘ. লক্ষ্মী পূজা

৫. রাখি পূর্ণিমা কোন মাসে অনুষ্ঠিত হয়?

ক. আষাঢ় মাসে খ. শ্রাবণ মাসে

গ. আশ্বিন মাসে ঘ. কার্তিক মাসে

৬. নিচের কোনটি ধর্মাচার?

ক. বর্ষবরণ খ. দোলযাত্রা

গ. দীপাবলি ঘ. শিব পূজা

৭. দীপাবলি উত্সব কী নামে পরিচিত?

ক. নীলপূজা খ. দেওয়ালি

গ. সর্বমঙ্গলা ঘ. ঠাকুরানি জাগরণী

৮. ‘নবান্ন’ উত্সবে কোন দেবীর পূজা করা হয়?

ক. সরস্বতীর খ. লক্ষ্মীর

গ. দুর্গার ঘ. মনসার

৯. বাঙালির বর্ষবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কোনটি পরিলক্ষিত হয়?

ক. সাম্প্রদায়িকতা

খ. সময়ের প্রতি সচেতনতা

গ. অসাম্প্রদায়িক চেতনা

ঘ. জাতিগত চেতনা

১০. ‘নবান্ন উত্সব’ কোন মাসে অনুষ্ঠিত হয়?

ক. ভাদ্র খ. আশ্বিন

গ. কার্তিক ঘ. অগ্রহায়ণ

১১. দীপাবলি মনের কী দূর করার প্রতীক?

ক. দুঃখ খ. বেদনা

গ. অজ্ঞানতা ঘ. চঞ্চলতা

১২. কোনটি বৈষ্ণবীয় উত্সব?

ক. দীপাবলি খ. রথযাত্রা

গ. বর্ষবরণ ঘ. দোলযাত্রা

১৩. ফাল্গুন মাসের বিশেষ দিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে?

ক. তৃতীয়ার দিন খ. চতুর্দশীর দিন

গ. পূর্ণিমার দিন ঘ. অমাবস্যার দিন

১৪. দোলযাত্রা বাংলার বাইরে কী নামে পরিচিত?

ক. নবান্ন খ. হোলি উৎসব

গ. রথযাত্রা ঘ. দীপাবলি

১৫. ধর্মাচারের মধ্য দিয়ে কী প্রকাশ পায়?

ক. শিষ্টাচার খ. শক্তি

গ. সাহস ঘ. ভক্তি

১৬. কার গঙ্গাস্নানের ইচ্ছা হয়েছিল?

ক. মায়াদেবীর খ. লক্ষ্মীদেবীর

গ. রূপাদেবীর ঘ. লাভাদেবীর

১৭. সাধক পুরুষ অদ্বৈত প্রভুর মা গঙ্গাস্নানে যেতে পারেননি কেন?

ক. আর্থিক অনটনে খ. শারীরিক অসামর্থ্যের কারণে

গ. মানসিক কারণে ঘ. ইচ্ছার অভাবে

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১.খ ২.ঘ ৩.খ ৪.ক ৫.খ ৬.ক ৭.খ ৮.খ ৯.গ ১০.ঘ ১১.গ ১২.ঘ ১৩.গ ১৪.খ ১৫.ঘ ১৬.ঘ ১৭.খ

অধ্যায় ৪

১. হিন্দুধর্মে সংস্কার কত প্রকার?

ক. ৮ প্রকার খ. ৯ প্রকার

গ. ১০ প্রকার ঘ. ১২ প্রকার

২. কাকে বাদ দিয়ে পুরুষের কোনো ধর্মকাজই সম্পন্ন হয় না?

ক. মাতাকে খ. পিতাকে

গ. মাতা ও পিতাকে ঘ. স্ত্রীকে

৩. কোন অনুষ্ঠানে গুরু শিষ্যকে অনেক উপদেশ দিতেন?

ক. গৃহাবর্তন খ. অন্নদান

গ. প্রত্যাবর্তন ঘ. সমাবর্তন

৪. দশবিধ সংস্কারের মধ্যে কোনটি শ্রেষ্ঠ?

ক. নামকরণ খ. অন্নপ্রাশন

গ. বিবাহ ঘ. সমাবর্তন

৫. বর্তমান সমাজেও কোন বিবাহটি প্রচলিত?

ক. বাল্যবিবাহ

খ. দৈব্যবিবাহ

গ. প্রাজাপাত্য বিবাহ

ঘ. গান্ধর্ব বিবাহ

৬. বর্তমানে প্রচলিত বিবাহের পদ্ধতি কোনটি?

ক. ব্রাহ্ম খ. আর্য

গ. প্রাজাপাত্য ঘ. গান্ধর্ব

৭. জীবনের সর্বশ্রেষ্ঠ সংস্কারমূলক অধ্যায় কোনটি?

ক. সমাবর্তন খ. গুরুগৃহে প্রবেশ

গ. বিবাহ ঘ. নামকরণ

৮. বর্তমান সমাজে কোন বিবাহটি প্রচলিত?

ক. ব্রাহ্মবিবাহ

খ. দৈববিবাহ

গ. প্রাজাপাত্য বিবাহ

ঘ. গান্ধর্ব বিবাহ

৯. বিবাহের মূল পর্ব কোনটি?

ক. মালাবদল খ. বৃদ্ধি শ্রাদ্ধ

গ. গাত্র হরিদ্রা ঘ. সম্প্রদান

১০. বিবাহের মূল পর্ব কোনটি?

ক. মালা বদল খ. গাত্র হরিদ্রা

গ. বৃদ্ধি শ্রাদ্ধ ঘ. সম্প্রদান

১১. গায়েহলুদ অনুষ্ঠানের অন্তর্নিহিত উদ্দেশ্য কী?

ক. নবদম্পতির সুখ-শান্তি কামনা

খ. দেহ শুদ্ধিকরণ

গ. আনন্দ ফুর্তি করা

ঘ. বিয়ের কনেকে সুন্দর করে সাজানো

১২. যিনি কন্যা সম্প্রদান করেন, তিনি কোনমুখী হয়ে বসেন?

ক. পূর্বমুখী খ. পশ্চিমমুখী

গ. উত্তরমুখী ঘ. দক্ষিণমুখী

১৩. মুখাগ্নি কে করেন?

ক. প্রতিবেশীরা খ. জে৵ষ্ঠ পুত্র

গ. স্ত্রী ঘ. আত্মীয়রা

১৪. অশৌচান্তে কী করতে হয়?

ক. মস্তক মুণ্ডন

খ. দুগ্ধ পান

গ. পিণ্ডদান

ঘ. পুরোনো বস্ত্রধারণ

১৫. বর্তমানে প্রায় সকল বর্ণের মানুষ কয় দিন অশৌচ পালন করে?

ক. ৭ দিন

খ. ৮ দিন

গ. ১০ দিন

ঘ. ১৭ দিন

১৬. পিতা–মাতার মৃত্যুর পর কোন দিন পূরক পিণ্ড দিতে হয়?

ক. ২য় দিনে খ. ৪র্থ দিনে

গ. ৩য় দিনে ঘ. ৫ম দিনে

১৭. অশৌচ শব্দের অর্থ কী?

ক. শুচিতা খ. শোচনীয়

গ. শোচনা ঘ. অপবিত্রতা

১৮. আদ্যশ্রাদ্ধের প্রবর্তক কে?

ক. বামন খ. নিমি

গ. লোকনাথ ঘ. অয়ন

১৯. কীভাবে আদ্যশ্রাদ্ধ সমাপ্ত হয়?

ক. দান করে

খ. সূত্র পাঠ করে

গ. পিণ্ডদান করে

ঘ. যজ্ঞ করে

২০. বর্ণ বিভাজন হয় কীভাবে?

ক. রূপভেদে খ. কর্মভেদে

গ. ঐশ্বর্যভেদে ঘ. জন্মভেদে

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১.গ ২.ঘ ৩.ঘ ৪.গ ৫.ঘ ৬.ক ৭.গ ৮.ক ৯.ঘ ১০.ঘ ১১.খ ১২.গ ১৩.খ ১৪.ক ১৫.ঘ ১৬.খ ১৭.ঘ ১৮.খ ১৯.গ ২০.খ

রণজিৎ কুমার শীল, সিনিয়র শিক্ষক, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা