এসএসসি ২০২৩ - কৃষিশিক্ষা | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

৪১. পাট পানিতে ডোবানোর কত দিন পর থেকেই পচন পরীক্ষা করতে হয়?

ক. ৩–৪ দিন খ. ৫–৭ দিন

গ. ৮–৯ দিন ঘ. ১০–১১ দিন

৪২. গরম আবহাওয়ায় পাট কত দিনের মধ্যে পচে যায়?

ক. ৫–৬ দিন খ. ৫–৭ দিন

গ. ৮–১০ দিন ঘ. ১২–১৪ দিন

৪৩. ঠান্ডা আবহাওয়ায় পাট কত দিনের মধ্যে পচে যায়?

ক. ১০–১২ দিন খ. ২০–২৫ দিন

গ. ২০–৩০ দিন ঘ. ৩০–৩২ দিন

৪৪. পাট অন্য ফসলের চেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়—

i. খরায়

ii. বন্যায়

iii. অতিবৃষ্টিতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৫. কোন জাতের পাট বাংলাদেশে বর্তমানে বেশি চাষ হচ্ছে?

ক. তোষা খ. দেশি

গ. কেনাফ ঘ. মেস্তা

৪৬. ‘কল্যাণীয়া’ কোন ফসলের জাত?

ক. পাটের খ. শর্ষের

গ. ধানের ঘ. গমের

৪৭. জলাবদ্ধতা সহ্য করতে পারে না কোন ফসল?

ক. ধান খ. পাট

গ. গম ঘ. শর্ষে

৪৮. শর্ষের প্রধান ক্ষতিকারক পোকা কোনটি?

ক. জাব পোকা খ. ঘোড়াপোকা

গ. লেদা পোকা ঘ. মাজরা পোকা

৪৯. শর্ষেতে কোন মাসে পোকা সবচেয়ে বেশি আক্রমণ করে?

ক. জানুয়ারি খ. মার্চ

গ. অক্টোবর ঘ. নভেম্বর

৫০. শর্ষেতে পোকা আক্রমণ করলে ফলন শতকরা কত ভাগ কমে যায়?

ক. ১০–৩০ শতাংশ

খ. ৩০–৪০ শতাংশ

গ. ৪০–৫০ শতাংশ

ঘ. ৩০–৭০ শতাংশ

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৪১.গ ৪২.ক ৪৩.খ ৪৪.ঘ ৪৫.ক ৪৬.খ ৪৭.ঘ ৪৮.ক ৪৯.ক ৫০.ঘ

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বািলকা উচ্চবিদ্যালয়

আরও পড়ুন