বাবুরের মহত্ত্ব
১. ‘বাবুরের মহত্ত্ব’ কবিতাটি কালিদাস রায়ের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
ক. কিশলয় খ. পর্ণপুট
গ. ঋতুমঙ্গল ঘ. বৈকালী
২. ‘জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ।’ –কে এই প্রতিজ্ঞা করেছিলেন?
ক. চৌহান খ. সংগ্রাম সিং
গ. দৌলত খাঁ ঘ. ইব্রাহিম লোদি
৩. ‘বীরভোগ্যা এ বসুধা’ কথাটার অর্থ কী?
ক. বীরপুরুষেরাই এ পৃথিবীতে মর্যাদা পেয়ে থাকেন
খ. বীরপুরুষগণই পৃথিবীতে কীর্তি স্থাপন করে থাকেন
গ. বীরগণ পৃথিবীকে বেশি ভোগ করেন
ঘ. এ পৃথিবীতে বীরের অধিকারই স্বীকৃত
৪. ‘বাবুরের মহত্ত্ব’ কবিতায় ফুটে উঠেছে বাবুরের—
i. ক্ষমাশীলতা
ii. বীরত্ব
iii. মহানুভবতা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মোহের ঘোর,
সঁপিনু জীবন, করুন এখন দলবিধান মোর।’
৫. ‘কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মোহের ঘোর’— কার প্রতিহিংসার ঘোর কেটেছে?
ক. চৌহানের খ. সংগ্রাম সিংয়ের
গ. দৌলত খাঁর ঘ. ইব্রাহিম লোদির
৬. ‘করুন এখন দলবিধান মোর’—এখানে কিসের দলবিধানের কথা বলা হয়েছে?
i. প্রতিহিংসার
ii. অন্ধ মোহের
iii. অপরাধের
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. iii ঘ. i, ii ও iii
৭. কবি কালিদাস রায় কবি হিসেবে কোন উপাধিতে ভূষিত হন?
ক. কবিসম্রাট খ. স্বভাবকবি
গ. জগত্তারিণী ঘ. কবিশেখর
৮. কালিদাস রায়ের পেশা কী ছিল?
ক. শিক্ষকতা খ. সাহিত্যসাধনা
গ. ব্যবসা ঘ. সাংবাদিকতা
৯. কবি কালিদাস রায় তাঁর কবিতায় কোন শব্দের সার্থক প্রয়োগ করেছেন?
ক. আরবি-ফরাসি খ. আরবি-ফারসি
গ. আরবি-হিন্দি ঘ. হিন্দি-ফারসি
১০. কালিদাস রায় কোন বিষয় নিয়ে কবিতা লিখেছেন?
ক. মধ্যবিত্তের সংকট
খ. প্রকৃতিভাবনা
গ. ঐতিহ্যচেতনা
ঘ. বিচিত্র বিষয়
সঠিক উত্তর
বাবুরের মহত্ত্ব: ১.খ ২.খ ৩.ঘ ৪.ঘ ৫.ক ৬.ঘ ৭.ঘ ৮.ক ৯.খ ১০.ঘ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা