[পূর্ববর্তী লেখার পর]
অধ্যায় ১
৪৮. কোনটি সর্বাধিক শক্তিশালী অ্যাসিড?
ক. CH3COOH খ. ClCH2COOH
গ. Cl2CHCOOH ঘ. CCl3COOH
৪৯. নিচের কোনটি লুইস ক্ষারক?
ক. AlCl3 খ. NH3
গ. BF3 ঘ. C2H4
৫০. লুইস অ্যাসিড কোনটি?
ক. NH3 খ. R - NH2
গ. PH3 ঘ. BF3
৫১. নিচের কোনটি লুইস ক্ষার?
ক. NF3 খ. BF3
গ. AlCl3 ঘ. CO2
৫২. অক্ষ–ক্ষারকের ইলেকট্রনীয় মতবাদ কত সালে উপস্থাপন করা হয়?
ক. 1723 সালে খ. 1823 সালে
গ. 1846 সালে ঘ. 1923 সালে
৫৩. লুইস ক্ষারকে কোন ধরনের বন্ধন বিদ্যমান?
ক. আয়নিক বন্ধন খ. সমযোজী বন্ধন
গ. সন্নিবেশ বন্ধন ঘ. সন্নিবেশ সমযোজী বন্ধন
৫৪. অ্যাসিডের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কোন তত্ত্বে?
ক. লুইস তত্ত্বে
খ. ব্রনস্টেড তত্ত্বে
গ. আরহেনিয়াস তত্ত্বে
ঘ. প্রোটনীয় মতবাদে
৫৫. পান করার উপযোগী পানিতে BOD এর গ্রহণযোগ্য মাত্রা কত?
ক. 1-2 ppm খ. 2-3 ppm
গ. 4-6 ppm ঘ. 8-9 ppm
৫৬. পানির অস্থায়ী খরতার জন্য দায়ী কোনটি?
ক. SO42- খ. CO32-
গ. Cl- ঘ. HCO3-
৫৭. পানীয় জলে WHO কর্তৃক অনুমোদিত pH মান কত?
ক. 3.5 থেকে 6.4 খ. 6.5 থেকে 8.5
গ. 7.5 থেকে 12.0 ঘ. 9.5 থেকে 12.0
৫৮. কৃষিকাজে সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড কোনটি?
ক. TDS খ. pH
গ. COD ঘ. BOD
৫৯. পানিতে অণুজীব বেঁচে থাকার জন্য DO এর পরিমাণ কত?
ক. (2-3) ppm খ. (4-8) ppm
গ. (6-15) ppm ঘ. (20-25) ppm
সঠিক উত্তর
অধ্যায় ১: ৪৮.ঘ ৪৯.খ ৫০.ঘ ৫১.ক ৫২.ঘ ৫৩.ঘ ৫৪.ক ৫৫.ক ৫৬.ঘ ৫৭.খ ৫৮.খ ৫৯.খ
মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]