অষ্টম শ্রেণি – বিজ্ঞান | অধ্যায় ৭ - বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৭

১. মহাকর্ষ সূত্রানুসারে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত বস্তুদ্বয়ের ভরের গুণফল দ্বিগুণ হলে, বলের কীরূপ পরিবর্তন হবে?

ক. অর্ধেক খ. দ্বিগুণ

গ. তিন গুণ ঘ. চার গুণ

২. কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে কী বলে?

ক. ওজন খ. অভিকর্ষ

গ. মহাকর্ষ ঘ. অভিকর্ষ ত্বরণ

৩. ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর g-এর মান কত?

ক. 9.37 মিটার/সেকেন্ড২

খ. 9.67 মিটার/সেকেন্ড২

গ. 9. 77 মিটার/সেকেন্ড২

ঘ. 9.8 মিটার/সেকেন্ড২

৪. অভিকর্ষজ ত্বরণকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়?

ক. G খ. g

গ. d ঘ. m

৫. কোথায় ‘g’–এর মান সবচেয়ে বেশি?

ক. মেরু অঞ্চলে খ. বিষুব অঞ্চলে

গ. পৃথিবীপৃষ্ঠে ঘ. পৃথিবীর কেন্দ্রে

৬. পৃথিবীর মেরু অঞ্চলে ‘g’-এর মান কত?

ক. ৯.৭৮ মি./সে২ খ. ৯.৮৩ মি./সে২

গ. ৯.৮৫ মি./সে২ ঘ. ৯.৮৭ মি./সে২

৭. আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কোনটি?

ক. নিউটন খ. কিলোগ্রাম

গ. গ্রাম ঘ. মেট্রিক টন

৮. ওজনের একক নিচের কোনটি?

ক. কিলোগ্রাম খ. নিউটন

গ. জুল ঘ. ওয়াট

৯. পৃথিবীর ও চাঁদের মাধ্যাকর্ষণজনিত ত্বরণের অনুপাত কত?

ক. ২: ১ খ. ৩: ১

গ. ৪: ১ ঘ. ৬: ১

১০. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়?

ক. পৃথিবীর কেন্দ্রে খ. মেরু অঞ্চলে

গ. বিষুব অঞ্চলে ঘ. ভূপৃষ্ঠে

সঠিক উত্তর

অধ্যায় ৭: ১.খ ২.খ ৩.ঘ ৪.খ ৫.ক ৬.খ ৭.খ ৮.খ ৯.ঘ ১০.খ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা