সারা টেন্ডুলকারই কি ভাই অর্জুনের বিয়ের ঘটক? বিস্তারিত জানুন ছবিতে ছবিতে
১ / ১৭
পছন্দের পাত্রীর সঙ্গে ১৩ আগস্ট বাগ্দান সারলেন বিশ্বখ্যাত ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকারছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১৭
বাবার পথ ধরে অর্জুন ক্রিকেটকেই পেশা হিসেবে বেছে নিলেও এখনো সীমাবদ্ধ আছেন ঘরোয়া টুর্নামেন্টে। ছবিতে বাবার সঙ্গে সারা ও অর্জুন টেন্ডুলকারছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১৭
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলা অর্জুন টেন্ডুলকারের বাগ্দত্তার নাম সানিয়া চন্দকছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১৭
সানিয়া চন্দকের বাবা মুম্বাইভিত্তিক বিখ্যাত ব্যবসায়ী গৌরব ঘাই (ডানে), আর তাঁর দাদা বিখ্যাত ব্যবসায়ী রবি ঘাই (বাঁয়ে)। মুম্বাইয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম কোম্পানির স্বত্বাধিকারী সানিয়া চন্দকের দাদা রবি ঘাই।ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১৭
সানিয়াও ব্যবসায়ী। মুম্বাইয়ে ‘মিস্টার পওজ পেট স্পা অ্যান্ড স্টোর’–এর পরিচালক ও ব্যবসায়িক অংশীদারছবি: ইনস্টাগ্রাম থেকে
মা–বাবার বাইরে বোন সারার সঙ্গে দারুণ বোঝাপড়া অর্জুনের। আর তাই প্রেমের বেলায়ও বোনের পছন্দকে গুরুত্ব দিয়েছেন অর্জুন। ছবিতে মা–বাবার সঙ্গে দুই ভাইবোনছবি: ইনস্টাগ্রাম থেকে
১৫ / ১৭
বিভিন্ন সময় সানিয়ার পেট ক্লিনিকেও গিয়েছেন অর্জুন। প্রাণীদের পাশাপাশি সময় কাটিয়েছেন সানিয়ার সঙ্গেছবি: ইনস্টাগ্রাম থেকে
১৬ / ১৭
ছেলের বিয়ের আগে স্ত্রী অঞ্জলিকে সঙ্গে নিয়ে বাড়িতে নিজ হাতে পূজা সেরেছেন শচীন টেন্ডুলকারছবি: ইনস্টাগ্রাম থেকে
১৭ / ১৭
পূজার দিন ছেলেমেয়ের পাশাপাশি শচীনের বাড়িতে উপস্থিত ছিলেন হবু পুত্রবধূওছবি: ইনস্টাগ্রাম থেকে